#বারুইপুর: স্বামীর শোকে আত্মঘাতী স্ত্রী৷ মৃতের নাম মলি বসু (৪৫)৷ টে বারুইপুর 13 নম্বর ওয়ার্ড মাস্টার পাড়ায় এস ডি পিও অফিসের পিছনের একটি আবাসনের চার তলার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ৷ পাওয়া গিয়েছে সুইসাইড নোট৷ ডায়েরিতে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ি নয়৷
আরও পড়ুন - IND vs SA: পন্থের সামনে ইতিহাস গড়ার হাতছানি, বেঙ্গালুরুতে কি হবে বাজিমাত
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটের চার তলায় থাকতেন স্বামী স্ত্রী৷ নিঃসন্তান দম্পতির সুখের সংসারে হঠাৎই নেমে আসে বিপদের কালো ছায়া৷ প্রেমানন্দ বসু ফুসফুসের সমস্যার কারণে শনিবার বারুইপুর হাসপাতালে ভর্তি হন৷ রাতেই মৃত্যু হয় তাঁর৷ এই খবর কোনোভাবে কানে যেতেই ভেঙে পড়ে স্ত্রী৷ একাকীত্ব গ্রাস করে আরও৷ সংসারে আর কেউ নেই৷ তাই কী সবটা শেষ করে দিলেন ওই মহিলা? প্রশ্ন উঠছে৷
খবর পেয়ে বারুইপুর এসডিপিও ইন্দ্র বদন ঝার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ স্বামীর মৃত্যুর জেরেই আত্মহত্যা বলে অনুমান। রিপোর্ট এলে কারণ স্পষ্ট হবে আরও৷
Arpan Mondalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।