#কলকাতা:করোনা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে টালিগঞ্জের এম আর বাঙুর। বাড়ানো হচ্ছে বেড, ভেন্টিলেটর। নতুন করে তৈরি হচ্ছে ICU। হাসপাতালের রোগীদের সরানো হচ্ছে এসএসকেএমে। অন্যদিকে কলকাতায় করোনা-চিকিৎসায় নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।কলকাতায় এম আর বাঙুরকে করোনা-হাসপাতাল হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। সরকারি নির্দেশিকা পাওয়ার পরই হাসপাতালে জোরকদমে প্রস্তুতি চলছে। আশঙ্কাজনক রোগী ছাড়া বাকিদের এসএসকেএম ও শম্ভুনাথ পণ্ডিতে স্থানান্তর করছে এম আর বাঙুর কর্তৃপক্ষ। তবুও অনেক রোগী ও তাঁদের পরিবারের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।শনিবার করোনা মোকাবিলায় নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় রোগীর উপসর্গ অনুযায়ী হাসপাতাল বেছে দেওয়া হয়েছে।কোন উপসর্গে কোন হাসপাতাল- কোনও ব্যক্তির খুব শ্বাসকষ্টের সমস্যা আছে কিন্তু করোনা পরীক্ষা হয়নি, তাঁকে এম আর বাঙুরে ভর্তি করা হবে
- কোনও ব্যক্তি করোনা আক্রান্ত, সঙ্গে উপসর্গও যথেষ্ট ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে এম আর বাঙুরের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হবে- কারও করোনার উপসর্গ রয়েছে কিন্তু পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে তাঁকে নিউটাউনের চিত্তরঞ্জন ক্যানসার ইন্সটিটিউটে ভর্তি করা হবে- কোনও করোনা আক্রান্তের শারীরিক অবস্থা কম ঝুঁকিপূর্ণ হলেও তাঁর চিকিৎসা চিত্তরঞ্জনে হবে- কোনও করোনা আক্রান্তের শারীরিক অবস্থা খুব খারাপ থাকলে বেলেঘাটা আইডিতে চিকিৎসা হবেসরকারি হিসেবে রাজ্যে ধীর গতিতে হলেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এককদম এগিয়ে থাকতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।