#কলকাতা: অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে মিড ডে মিল কার্যকর করার ক্ষেত্রে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ১ কোটিরও বেশি ছাত্রছাত্রীকে মিড ডে মিল প্রকল্পে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৬৪ লক্ষ প্রাথমিক ও ৪১ লক্ষ উচ্চ-প্রাথমিকের শিক্ষার্থী ।
তালিকায় মিড ডে মিল অন্তর্ভুক্তির ক্ষেত্রে কেরল ৯৭%, গুজরাত ৯৮%, তামিলনাড়ু ৯৮%, মহারাষ্ট্র ৯০% , বিহার ৯১%, অসম ১০০%, রাজস্থান ১০১% ও শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ১০২%।
সোশ্যাল মিডিয়ায় 'আমার গর্ব মমতা' পেজে এই পরিসংখ্যান শেয়ার করে জানানো হয়েছে 'কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও দেশের অন্যান্য রাজ্যগুলিকে পিছনে ফেলে মিড ডে মিল প্রকল্প বাস্তবায়নে সেরা বাংলা । এই সাফল্যের জন্য দিদিকে অভিনন্দন'।