#কলকাতা: কলকাতার পরে নজর এবার জেলা। সব পুরসভা (West Bengal Civic Polls 2021) জয়ের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করছে শাসক দল। দলের শীর্ষ স্তর থেকে বেঁধে দেওয়া হয়েছে গাইডলাইন। ঘরে ঘরে গিয়ে জনসংযোগ বাড়ানোর নির্দেশ।আত্মতুষ্টি নয়, বিরোধীরা যেখানে শক্তিশালী সেখানে বেশি সময়, অভিমানী কর্মীদের সাথে নিয়ে চলা। প্ররোচনায় পা না দিয়ে, যুক্তিসম্মত প্রচারে জিতে আসা।উৎসবের মরসুম থেকেই ময়দানে নামার নির্দেশ দলের কর্মীদের।
উৎসবের মরসুম থেকেই পুরসভা ভোটের জন্য জনসংযোগ শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস।সব পুরসভা জেতার জন্যেই ঘরে ঘরে জনসংযোগ শুরু করছে জোড়া ফুল শিবির।দলের শীর্ষ স্তর থেকে পুর এলাকায় প্রচারের জন্যে গাইডলাইন তৈরি করা হয়েছে।দলের তরফে বলা হয়েছে, এখন থেকেই আরও নিবিড় জনসংযোগ চাই। যেখানে বিধানসভা ভোটে লিড নেই সেই অংশে জনসংযোগে বেশি সময়৷ লিড থাকা অংশেও প্রচার। তৃণমূল কংগ্রেস আর তার সবক'টি শাখা সংগঠনকে একযোগে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন: পাহাড়ে ভোলবদল, বিনয়ের বিমল-মন্তব্যেই সিঁদুরে মেঘ দেখছে BJP! স্বস্তি তৃণমূলে
তৃণমূল গত কয়েক বছরে স্থানীয় স্তরে যা যা উন্নয়ন করেছে তা জানাতে হবে বাসিন্দাদের। বিরোধীরা কাজ করেনি, এই প্রচারে জোর দিতে হবে।আগামী দিনে তৃণমূল আর কোন কোন কাজ করতে চায় তা প্রচার করতে হবে।রাজ্য সরকার যে সব সামাজিক প্রকল্প চালু করেছে, সেগুলি মানুষকে আবার বোঝাতে হবে।সরকারি কাজে কোনও ধরণের হস্তক্ষেপ করা যাবে না।অন্য দলের সমর্থক বা পরিবারের কাছে যাওয়ার নির্দেশ।তারাও যাতে সামাজিক প্রকল্পের সুবিধা পান সেটি দেখতে বলা হয়েছে।পার্ট স্ক্রুটিনির কাজে বাড়তি নজর।বুথ কর্মীদের নিজেদের অংশে এখন থেকে সক্রিয় হতে হবে।কে প্রার্থী হবেন তা ভুলে যান। এখন থেকে প্রতীক ও মমতা বন্দোপাধ্যায়ের কাজ নিয়ে প্রচারে নামার নির্দেশ।দল যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে।তৃণমূলের দলীয় কর্মসূচি পালন আবশ্যিক।
আরও পড়ুন: 'আরও পাঁচটি গেল মনে হচ্ছে', BJP-কে বিঁধে বিস্ফোরক বাবুল সুপ্রিয়! গেরুয়া শিবিরে ঝড়সরকারি কর্মসূচি পালন যথাযথ হতে হবে।উৎসবের মরসুমে সামাজিক বা অন্যান্য অনুষ্ঠানে সক্রিয় হওয়ার নির্দেশ।জনসংযোগ বাড়াতে গিয়ে নজরে রাখতে হবে যাতে মানুষ বিরক্ত না হন।সবচেয়ে বেশি জোর দিতে হবে বিধানসভায় যেখানে বিরোধীরা বেশি ভোট পেয়েছে।যারা বিভ্রান্ত হয়ে অন্য দলকে ভোট দিয়েছেন সেই ভোট ফেরাতে হবে।কেন তৃণমূলকে ভোট দিতে হবে সেটা বোঝাতে হবে।বিরোধীদের কুৎসার জবাব যুক্তিসম্মত প্রচারে করতে হবে।তৃণমূলের কোনও অংশে অভিমান থাকলে নেতৃত্ব আলোচনা করে তা মেটাবে।বিরোধীদের প্ররোচনায় পা দেওয়া যাবে না।দলের লক্ষ্য শান্তিতে বিপুল ভোটে জয়।যেখানে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ সেখানে আত্মতুষ্টি চলবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Corporation, TMC