#কলকাতা/নয়াদিল্লিঃ ১৭ এপ্রিল পঞ্চম দফা নির্বাচন (West Bengal Assembly Election Phase 5)। রাজ্যের ৪৫ কেন্দ্রের ৩১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে এলাকার জনসাধারণ। তাঁর আগে নির্বাচন কমিশনে (Election Commission) প্রার্থীদের পেশ করা হলফনামা দেখলে আপনার চোখ কপালে উঠতে একপ্রকার বাধ্য।
West Bengal Election Watch and Association for Democratic Reforms (ADR)-র রিপোর্ট অনুযায়ী, পঞ্চম দফায় যে সব কেন্দ্রে ভোট রয়েছে, সেই সব কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের মধ্যে ২৫ শতাংশের বিরুদ্ধে এক বা একাধিক ফৌজদারি মামলা (Criminal Cases) রয়েছে। অর্থাৎ, ৩১৮ জনের মধ্যে ৭৯ জনের বিরুদ্ধে কোনও না কোনও ফৌজদারি মামলা রয়েছে এবং ৬৪ জনের (২০ শতাংশ) ক্ষেত্রে সেই মামলা অত্যন্ত গুরুতর। ADR রিপোর্ট অনুযায়ী, যে ৪৫ কেন্দ্রে পঞ্চম দফায় নির্বাচন হবে, তাঁর মধ্যে ৯টি কেন্দ্রে লাল সতর্কতা (Red Alert) (কেন্দ্রগুলিতে মনোনীত প্রার্থীদের মধ্যে কমপক্ষে ৩ জনের বিরুদ্ধে কোনও না কোনও ফৌজদারি মামলা চলছে) রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের মধ্যে ১৩ জনের ক্ষেত্রে মহিলা সংক্রান্ত কোনও না কোনও মামলা রয়েছে। একজনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলাও। ৯ জনের বিরুদ্ধে খুন (Murder/IPC-302), ২০ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার (Attempt to Murder/ IPC -307) মামলা ঝুলছে। যে ৭৯ জনের তালিকা প্রকাশিত হয়েছে, তাঁদের মধ্যে ২৮ জন বিজেপি (৬২%), ১৮ জন তৃণমূল (৪৩%), ১০ জন সিপিআইএম (৪০%) এবং ২ জন নির্দল প্রার্থী। আরও বিশ্লেষণ করলে বিজেপির (BJP) ২৩, তৃণমূলের (TMC) ১৬, সিপিআইএমের (CPIM) ৭ এবং এক নির্দল প্রার্থীর বিরুদ্ধে মামলা গুরুতর।
উল্লেখ্য, আমাদের প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ADR-r দেওয়া রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগণা জেলার 'দেগঙ্গা' কেন্দ্রের ওয়েলফেয়ার পার্টি মনোনীত প্রার্থী মহম্মদ রফিকুল ইসলামের জমা দেওয়া হলফনামা অসম্পূর্ণ ছিল। ফলে, ৪৫ কেন্দ্রের ৩১৯ প্রার্থীর জায়গায় ৩১৮ জন প্রার্থীর হিসেবই বিবেচ্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।