কলকাতা : সরকারি হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসার জন্য এবার নয়া প্রযুক্তি ব্যবহারের ভাবনা রাজ্য স্বাস্থ্য দফতরের। মোবাইলের কিউ আর কোড স্ক্যানেই এবার বুক করা যাবে বহির্বিভাগের টিকিট। এমনই ব্যবস্থা আনার পরিকল্পনা করছে রাজ্য স্বাস্থ্য দফতর।
সরকারি হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসার জন্য আগেই অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে রাজ্য দফতর। ওয়েব সাইট-এর কয়েকটা ক্লিকেই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য বিনা খরচায় টিকিট মেলে। বহির্বিভাগের লম্বা লাইন এড়াতে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর কাগজের প্রিন্ট নিয়ে হাসপাতালে যেতে হয়। তবে সেই ব্যবস্থায় প্রিন্টিং এর জটিলতা রয়েছে। আর তাই হাসপাতালের বাইরে গজয়ে ওঠা প্রিন্টিংয়ের দোকানগুলিতেও লম্বা লাইন নজরে আসে। এবার সেই সমস্যা দূর করার জন্যেই নতুন ব্যাবস্থা আনতে চায় রাজ্য স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: গোপনে Uric Acid বাড়ায়? প্রতিদিন ৯০% মানুষ খায় এই খাবার! আজই জানুন, সতর্ক হন শিগগিরই...
হাতে যদি থাকে স্মার্ট ফোন তাহলেই মিলবে সহজে এই পরিষেবা। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর অনুযায়ী, হাসপাতালগুলিতে বসানো হবে কিউ আর কোড। সেই কিউ আর কোড স্ক্যান করে, বহির্বিভাগে আসা রোগীর নাম, বয়স, লিঙ্গ, মোবাইল ফোন নম্বর, ঠিকানার মত প্রয়োজনীয় তথ্য দিয়ে দিলেই মিলবে প্রিন্টেড বহির্বিবিভাগের টিকিট। সেই টিকিটেই লেখা থাকবে কোন সময়ে হাসপাতালের কোন ঘরে সংশ্লিষ্ট চিকিৎসক বসবেন তার তথ্য। সেই তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট সেই ঘরে পৌঁছে গেলেই মিলবে চিকিৎসা পরিষেবা।
রাজ্যের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে প্রত্যেকদিন কয়েকশো রোগী বহির্বিভাগে চিকিৎসার জন্য আসেন। আর এই চিকিৎসার জন্য আসা মানেই সারাদিন সেই ব্যক্তির অন্য কোনও কাজ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। সেই সমস্যার কথা মাথায় রেখেই নতুন এই ভাবনা রাজ্য স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য দফতরের এক উচ্চ পদস্থ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, "এই নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। প্রাথমিকভাবে যে মেডিকেল কলেজে বহির্বিভাগে চাপ সবথেকে বেশি সেখানেই পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হবে এই কিউআর কোড পরিষেবা। সফল হলে আগামী দিনে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে চালু করা হবে অত্যাধুনিক এই বহির্বিভাগের টিকিট পরিষেবা।"
ওঙ্কার সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health, West Bengal news