#কলকাতা: রামনবমী অনুষ্ঠান উপলক্ষ্যে গোষ্ঠীসংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে রানিগঞ্জ-আসানসোল ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ৷ সোয়া এগারোটা নাগাদ আসানসোল সার্কিট হাউস পৌঁছবেন রাজ্যপাল ৷ জেলাশাসক এবং পুলিশ সুপারসহ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ এরপর রানিগঞ্জেও যাবেন তিনি ৷
প্রসঙ্গত, গত বুধবার ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরিকে দেখতে দুর্গাপুর যেতে চেয়েছিলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী ৷ কিন্তু রাজ্যপালকে যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ৷ এই কারণে রাজ্যপালের সফর নিরাপদ নয় বলে রাজ্যপালের আসানসোল-রানিগঞ্জ সফর বাতিল করে সরকার ৷
গত ২৬ মার্চ রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্রে হয়ে ওঠে আসানসোলের রানিগঞ্জ ৷ বোমার আঘাতে গুরুতর জখম হন ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরি ৷ দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷ যদিও এখন তাঁর শারিরীক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Kesharinath Tripathi, Nabanna, Ranigunge