কলকাতা: অবশেষে শিক্ষকদের বিরুদ্ধে কড়া মনোভাব নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। ১০ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ঢাকা ধর্মঘটের দিন অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের শো কজের প্রক্রিয়া শুরু করল পর্ষদ। রাজ্যের ২১টি জেলায় অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের তালিকা ইতিমধ্যেই পাঠিয়েছে সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা।
ঐদিন দার্জিলিং ও কালিম্পং জেলার সব শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। তাই বাকি জেলাগুলোর ডিআই-দের পক্ষ থেকে আসা রিপোর্টের ভিত্তিতেই শোকজের প্রক্রিয়া শুরু। আজ থেকেই অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের ইমেইল করে শোকজের চিঠি পাঠানো হচ্ছে।
আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস
আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!
সাত দিনের মধ্যেই উত্তর চাওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের থেকে। ওই উত্তরে সন্তুষ্ট না হলে বিভাগীয় তদন্তের মধ্যে পড়তে হবে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের। আনুমানিক প্রায় পাঁচ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত ছিলেন ১০ মার্চের ধর্মঘটের দিনে৷ স্কুল শিক্ষা দফতরের রিপোর্টে সে কথা বলা হয়েছে। তবে সেই সংখ্যা বাড়তে চলেছে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Bengal Government