হোম /খবর /কলকাতা /
ধর্মঘট-অনুপস্থিতির কারণে রাজ্য জুড়ে হাজার-হাজার শিক্ষককে শো-কজ শুরু করল রাজ্য

West Bengal Government: ধর্মঘট-অনুপস্থিতির কারণে রাজ্য জুড়ে হাজার-হাজার শিক্ষককে শো-কজ করা শুরু করল রাজ্য

ফাইল ছবি

ফাইল ছবি

West Bengal Government: ঐদিন দার্জিলিং ও কালিম্পং জেলার সব শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

  • Share this:

কলকাতা: অবশেষে শিক্ষকদের বিরুদ্ধে কড়া মনোভাব নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। ১০ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ঢাকা ধর্মঘটের দিন অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের শো কজের প্রক্রিয়া শুরু করল পর্ষদ। রাজ্যের ২১টি জেলায় অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের তালিকা ইতিমধ্যেই পাঠিয়েছে সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা।

ঐদিন দার্জিলিং ও কালিম্পং জেলার সব শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। তাই বাকি জেলাগুলোর ডিআই-দের পক্ষ থেকে আসা রিপোর্টের ভিত্তিতেই শোকজের প্রক্রিয়া শুরু। আজ থেকেই অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের ইমেইল করে শোকজের চিঠি পাঠানো হচ্ছে।

আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস

আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!

সাত দিনের মধ্যেই উত্তর চাওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের থেকে। ওই উত্তরে সন্তুষ্ট না হলে বিভাগীয় তদন্তের মধ্যে পড়তে হবে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের। আনুমানিক প্রায় পাঁচ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত ছিলেন ১০ মার্চের ধর্মঘটের দিনে৷ স্কুল শিক্ষা দফতরের রিপোর্টে সে কথা বলা হয়েছে। তবে সেই সংখ্যা বাড়তে চলেছে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি।

Published by:Uddalak B
First published:

Tags: West Bengal Government