#কলকাতা: পুজোর মুখে আরও একটি সুখবর৷ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধির বিজ্ঞপ্তি৷ আজ মঙ্গলবার নতুন পেনশন কাঠামো ঘোষণা করা হল। বেসিকের উপর ২.৫৭ শতাংশ পেনশন বাড়বে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের৷
নবান্নে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর বেসিক পেনশন যা ছিল, তার ২.৫৭ গুণ বাড়বে পেনশন। অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কারও বেসিক পেনশন ৩৩০২ টাকা হলে, তা ২.৫৭ গুণ বেড়ে হবে ৮৪৮৬.১৪ টাকা।
নতুন পেনশন আগামী বছরের ১ জানুয়ারি থেকে চালু হবে। এখন থেকে ন্যূনতম পেনশন হবে সাড়ে ৮ হাজার টাকা। পেনশনের ঊর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০০ টাকা করা হয়েছে।
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেনশন প্রাপকদের বয়স ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ২০ শতাংশ টাকা পাবেন তাঁরা। বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ৩০ শতাংশ পাবেন। আর বয়স ১০০ বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন কাঠামোর উপর অতিরিক্ত ১০০ শতাংশ পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।
আরও ভিডিও: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০১৯ এর প্রথমে ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের সম্ভাবনা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।