কলকাতা: সম্মানের সঙ্গে ডেড বডিকে নিয়ে যেতে হবে। মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হলে তবেই মৃতদেহ রিলিজ করতে হবে। শববাহী যান বা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা হলেই মৃতদেহ রিলিজ করতে হবে। প্রত্যেকটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার এবং প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ নবান্নের।
নবান্নের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘মৃতদেহ তখনই রিলিজ করবেন যখন মৃতদেহ নিয়ে যাবার জন্য সব রকমের ব্যবস্থা হচ্ছে।’
পাশাপাশি কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য যদি কোনও ব্যবস্থা না হয় তাহলে মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন। তাদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট পরিবহনের ব্যবস্থা করতে হবে। এটা খুব দুর্ভাগ্যজনক কিছু ঘটনা দেখা গেছে যেখানে ডেড বডি এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে যা দৃষ্টিকটু। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা না হওয়ার জন্য ডেড বডি সেই ভাবে নিয়ে যেতে হচ্ছে। এই ব্যবস্থার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ করেই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।’
আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের পরই বড় পদক্ষেপ সিবিআই-এর! আরও চাপ? তোলপাড় বাংলা
সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা৷ সেখানে দেখা যায়, শববাহী গাড়ি না পেয়ে, ব্যাগে করে সন্তানের শব বাড়ি নিয়ে আসেন বাবা৷ সেই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা৷ স্বাভাবিক ভাবে ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন৷
পাশাপাশি, সেই ঘটনায় বিরোধীদের আক্রমণের মুখে পড়ে রাজ্য সরকার৷ মনে করা হচ্ছে, সেই অব্যবস্থা থেকে শিক্ষা নিয়েই রাজ্য সরকার নতুন করে নির্দেশিকা দিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Bengal Government