#কলকাতা: মসুলে জঙ্গিদের হাতে নিহত দুই বাঙালি শ্রমিকের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে পরিবারের একজনের জন্য চাকরির ব্যবস্থাও করবে রাজ্য সরকার ৷
ইরাকে কাজের সন্ধানে গিয়ে পণবন্দি হয়েছিলেন ৩৯ জন ভারতীয় শ্রমিক ৷ তাদের মধ্যে ছিলেন দুই বাঙালি যুবক ৷ নদিয়ার খোকন শিকদার ও সমর টিকাদার ৷ টানা তিন বছরে অপেক্ষার শেষে গত ২ এপ্রিল কফিনবন্দি হয়ে বাকি ৩৬ জন শ্রমিকের সঙ্গেই দেশে ফেরে এই দুই যুবকের দেহ ৷
‘ইরাকের মসুলে অপহৃত ৩৯ জন ভারতীয়ের সকলেই মারা গিয়েছেন’, গত ২০ মার্চ সুষমা স্বরাজের এই ঘোষণার পরই থমকে গিয়েছিল নদিয়ার তেহট্ট থানার ইলিশমারি গ্রাম ৷ ছেলের জন্য গত তিন বছর ধরে অপেক্ষা করেছেন নব্বই বছরের মা ৷ বাবা আসবে এই ভেবেই দিন কাটিয়েছে আঠেরো বছরের মেয়ে আর তিন বছরের ছেলে ৷ স্ত্রী নমিতাও অপেক্ষায় ছিলেন খোকনের ঘরে ফেরার ৷ কিন্তু এক ঝটকায় সব শেষ ৷
পরিবারের তরফে জানান হয়েছে, ২০০০ সালে সংসারের খরচ চালাতে ইরাকে গিয়েছিলেন পেশায় দিনমজুর খোকন শিকদার ৷ এরপরই চার বছর পর মসুল শহরে তাঁর অপহরণের খবর এসেছিল ৷ সুষমা স্বরাজের তালিকা প্রকাশের পর থেকে চাপড়ার টিকাদার পরিবারেরও একই অবস্থা হয় ৷ দেহ দেশে ফেরার পর গত ৩ এপ্রিল রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষ কৃত্য সম্পন্ন হয় ৷
পশ্চিমবঙ্গ সরকার ছাড়াও নিহতদের প্ররিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
২০১৪ সালে মসুল দখলের সময় ওই ৩৯জন ভারতীয় শ্রমিককে অপহরণ করেছিল আইএস জঙ্গিরা ৷ মসুল জঙ্গিদের কবলমুক্ত হওয়ার পর রাষ্ট্রমন্ত্রী ভিকে সিংকে সেখানে পাঠিয়েছিল ভারত সরকার ৷ অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়েছিল ভারত ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Compensation, Compensation of Rs 5 lakh and jobs, Mosul, Those two bengali labours killed in Iraq, West Bengal Government