#কলকাতা: তৃতীয় শুরু হওয়ার পর রাজ্যে সর্বাধিক করোনা পরীক্ষা হল গত চব্বিশ ঘণ্টায় (Covid 19 in Bengal)৷ যদিও করোনা আক্রান্তের সংখ্যায় খুব বেশি অদল বদল হল না৷ বরং স্বস্তি দিয়ে আরও কিছুটা কমল পজিটিভিটি রেট (Covid 19 Positivity Rate in Bengal)৷
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯১৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ রয়েই গেল। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। যদিও করোনা সংক্রমণের হার আগের দিনের থেকে এক শতাংশেরও বেশি কমে১১.১৩ শতাংশ হওয়ায় বেশ কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: করোনা কালে মদ বিক্রি থেকেই কোষাগারে ২৩ হাজার কোটি! রাজ্যে নয়া রেকর্ড
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষার সংখাও অনেকটাই বেড়েছে৷ একদিনে ৮২,৫৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর যা সর্বাধিক বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷ যার মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৯১৯১ জন। যে কারণে রাজ্যে করোনা সংক্রমণের হার কমে ১১.১৩ শতাংশ হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের বেড়ে হয়েছে ১৪৮৯ জন৷ মৃত্যুও হয়েছে সাত জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৬০৷ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের ।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৩৭ হাজার নতুন করোনা আক্রান্ত, শীর্ষে মহারাষ্ট্র
তবে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলা ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দফতরকে৷ বীরভূমে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১৮ জন৷ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। পূর্ব বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন ,আর মৃত্যু হয়েছে ৩ জনের।
বীরভূমের মতোই উত্তরবঙ্গের পরিস্থিতি স্বাস্থ্য দফতরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত অনেকটাই বেড়ে হয়েছে ৮১৫৷ মালদহ জেলাতেও গত চব্বিশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 455 জন হয়েছে। জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৩০ জন৷
এমন কি, আলিপুরদুয়ার জেলায় যেখানে একটা সময় রাজ্যের মধ্যে আক্রান্তের সংখ্যা সবথেকে কম থাকত,সেখানেও গত ২৪ ঘণ্টায় ১৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Covid ১৯