#লন্ডন: মিস মার্গারেট নোবেল। বাংলার কাছে তিনি সিস্টার নিবেদিতা। তাঁর কাছে ঋণী বাংলার মানুষ। আর্ত মানুষের সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তাঁকে মনে রেখেছে বিশ্ব। সেই আইরিশ কন্যাকেই এবার বিশেষ সম্মান দিচ্ছে ব্রিটিশ সরকার। আজ অর্থাৎ রবিবার ব্রিটিশ সরকারের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জাতে আইরিশ। কিন্তু তিনি বাংলারই মেয়ে। সেই সিস্টার নিবেদিতাকে এবার গোল্ড প্লাক সম্মান দিচ্ছে ব্রিটিশ সরকার। রবিবার তাঁর উইম্বলডনের বাড়িতে অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাত্র ৪৪ বছরের জীবনের বড় সময়টাই এরাজ্যে কাটিয়েছেন নিবেদিতা। রবিবার বাংলার হয়ে ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধা জানাবেন তিনি। নিবেদিতার উইম্বলডনের বাড়িতে ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷
ব্রিটেন সফরে আরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বিখ্যাত অনাবাসী শিল্পপতির সঙ্গে আলোচনা, বণিকসভার সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে লগ্নি টানতেই এই উদ্যোগ।
এই অনুষ্ঠানের জন্যই আগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল ব্রিটিশ সরকার। তবে মুখ্যমন্ত্রী ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। রবিবার এই অনুষ্ঠান উপলক্ষে তৈরি হতে চলেছে ঐতিহাসিক মুহুর্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, London, Sister Nivedita, Sister Nivedita's 150th anniversary, Sister Nivedita's 150th anniversary function