#কলকাতা: শনিবার থেকেই শুরু হয়ে গেল নবান্ন দখলের লড়াই (West Bengal Assembly Election 2021)। আজ রাজ্যের পাঁচ জেলার ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রথম দফায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। মোট ১০ হাজার ২৮৮ বুথে ভোটগ্রহণ হবে। এ বার নির্বিঘ্নে ভোট করা কমিশনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে প্রথম দফার ভোটে ৬৭ হাজার ১০০ আধাসেনা মোতায়েন করেছে কমিশন। থাকছে কুইক রেসপন্স টিম। প্রতি বুথে ৪ জন করে আধাসেনা ও ১ জন রাজ্য পুলিশ থাকছে। পশ্চিম মেদিনীপুরে থাকছে ১৩ হাজার ৯০০ আধাসেনা। পূর্ব মেদিনীপুরে ১৬ হাজার ৯০০ আধাসেনা। বাঁকুড়ায় ৯ হাজার ২০০ এবং পুরুলিয়ায় ১৮ হাজার ৬০০ আধাসেনা থাকছে। এছাড়া ঝাড়গ্রামের চার আসনে থাকছে ১৪ হাজার ৪০০ আধাসেনা। করোনা পরিস্থিতিতে বুথেও থাকছে বিশেষ ব্যবস্থা। করোনা পরিস্থিতে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আয়োজনের কোনও খামতি নেই। এর পরেও যদি ভোট দিতে গিয়ে কোনওরকম সমস্যার মুখে পড়তে হয়, তাহলে ফোন করে অভিযোগ জানানোর বিকল্প ব্যবস্থা করেছে কমিশন।
সাধারণ পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন:
বাঁকুড়া
১) রানিবাঁধ- গোবিন্দ মারুতি বোদকে (9730684666)
২) রাইপুর- সুহাস কৃষ্ণ দিওয়াসে (9822596967)
৩) শালতোড়া- কে এল বাচানি (9099996588)
৪) ছাতনা- ঊষা পারমার (9425408275)
পুরুলিয়া
১) বন্দোয়ান এবং মানবাজার- ঝনঞ্জয় হেমব্রম (9437147811)
২) বলরামপুর ও পুরুলিয়া- জ্যোতি কলস (9958052647)
৩) বাগমুন্ডি এবং জয়পুর- ইসরায়েল ওয়াতরে ইনগিটি (7005603837)
৪) কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর- সঞ্জয় দুবে (8986915015)
পশ্চিম মেদিনীপুর
১) খড়গপুর- গোপাবন্ধু সতপথি (9437101022)
২) দাঁতন এবং কেশিয়ারি- সুশীল কুমার (9412050009)
৩) গড়বেতা এবং শালবনি- ড. রঞ্জিত কুমার সিনহা (8395889311)
৪) মেদিনীপুর- মহেন্দ্র কুমার প্রকাশ (8509952549)
পূর্ব মেদিনীপুর
১) পটাশপুর- জয় কৃষন আভির (9896088500)
২) এগরা- ড. জগদীশা কেজি (9448899126)
৩) ভগবানপুর- সুশীল খদেকার (9130023444)
৪) কাঁথি উত্তর এবং খেঁজুরি- অরুণ শেখরি (9872221702)
৫) কাঁথি দক্ষিণ এবং রামনগর- সঞ্জয় মীনা (8411866073)
ঝাড়গ্রাম
১) নয়াগ্রাম- এম জি রাজামণিকরন (9446959894)
২) গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম- এস সত্যনারায়ন (8096862999)
৩) বিনপুর- কে এস কান্দাস্বামী (9677021178)
পুলিশ পর্যবেক্ষককে অভিযোগ জানাতে হলে ফোন করুন:
পূর্ব মেদিনীপুর
১) পটাশপুর, এগরা,ভগবানপুর, কাঁথি উত্তর, খেঁজুরি, কাঁথি দক্ষিণ এবং রামনগর- মধুকর পাণ্ডে (9833330666)
ঝাড়গ্রাম
১) নয়াগ্রাম. গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বিনপুর- শশীপ্রভা দ্বিবেদী (9592912018)
পশ্চিম মেদিনীপুর
১) খড়গপুর, দাঁতন এবং কেশিয়ারি- টি কান্দাস্বামী (8509961083)
২) গড়বেতা, শালবনি এবং মেদিনীপুর- জি আখেত সেমা (8119891342)
পুরুলিয়া
১) বন্দোয়ান, মানবাজার, বলরামপুর ও পুরুলিয়া- চঞ্চল শেখর (8800611677)
২) বাগমুন্ডি , কাশীপুর, পাড়া, রঘুনাথপুরএবং জয়পুর- সঞ্জীব কুমার নরজারি (9672700111)
বাঁকুড়া
১) রানিবাঁধ, রাইপুর, শালতোড়া, ছাতনা- জিতেন্দ্র মিশ্র (9931845951)
এছাড়াও যেকোনও সমস্যার জন্য নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর ১৯৫০ তে ফোন করতে পারেন। এছাড়াও ভোটাররা নির্বাচন কমিশনের https://cvigil.eci.gov.in/ অভিযোগ ওয়েবসাইটেও জানাতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, West Bengal Assembly Election 2021