হোম /খবর /কলকাতা /
স্পিকারের বিরুদ্ধে অনাস্থা বিজেপির, আলোচনায় রাজি বিমান বন্দ্যোপাধ্যায়

West Bengal Assembly: স্পিকারের বিরুদ্ধে অনাস্থা বিজেপির, আলোচনায় রাজি বিমান বন্দ্যোপাধ্যায়

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা বিজেপির

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা বিজেপির

West Bengal Assembly: বিজেপির রাজনৈতিক অপরিপক্কতা বলে কটাক্ষ করলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়।

  • Share this:

কলকাতা: তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনাকে বিজেপির রাজনৈতিক অপরিপক্কতা বলে কটাক্ষ করলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। চলতি অধিবেশনে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়ে ইতিমধ্যেই আবেদন জমা দিয়েছে বিজেপি। তার জন্য বিজেপি পরিষদীয় দলনেতাকে সমালোচনা করলেও, বিজেপির আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় সম্মতি দিয়েছেন স্পিকার।

২১ এর বিধানসভার শুরুতে মুকুল রায়কে  পিএসির চেয়ারম্যান করা নিয়ে বিরোধের সূত্রপাত। এরপর, বিরোধী দলনেতা-সহ ৮ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা, দল বদলু বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, রাজ্য সরকারের দূর্নীতি ও আইন শৃঙ্খলা ইস্যুতে মূলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার দাবি খারিজ করা সহ একাধিক বিষয়ে  অধ্যক্ষ্যের  নিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ইতিমধ্যেই সেই প্রস্তাব জমা পড়েছে স্পিকারের কাছে।

আজ বিধানসভায় তার বিরুদ্ধে  অনাস্থা প্রস্তাব আনতে চাওয়াকে কটাক্ষ করে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, ''এই বিজেপি পরিষদীয় দলের কোন রাজনৈতিক পরিপক্কতাই নেই। বিধানসভার নিয়ম কানুনকে কাজে লাগিয়ে সংসদীয় বিরোধীতা করতে জানে না। কথায় কথায় এরা শুধু হৈ চৈ আর ওয়াক আউট করে। আমি তো ওদের মত আইনের বাইরে গিয়ে কোন কাজ করব না। ওদের লাইনে না এলেই, ওরা বলবে স্পিকার খারাপ। তা সত্বেও ওদের অধিকার আছে।  ওরা প্রস্তাব দিয়েছে। বিধিসম্মত হলে আমি তা গ্রহন করব। কারন, এর একটা বিহিত হওয়া দরকার। "

বিধানসভা সূত্রে জানা গেছে, অধিবেশনের দ্বিতীয় দফার  অধিবেশন শুরু হবে ৬ মার্চ। চলবে অন্তত ১৩ মার্চ পর্যন্ত। প্রস্তাব বিধি সম্মত করতে ৬ মার্চ বিধানসভায় বিজেপিকে এই প্রস্তাবের পক্ষে অন্তত ৩০ জন বিধায়ককে অধিবেশনে উপস্থিত থেকে স্বাক্ষর করতে হবে। তা হলে ১৩ ই মার্চ এই ইস্যুতে বিধানসভায় আলোচনার অনুমতি দিতে পারেন স্পিকার। যদিও, শাসক দলের সংখ্যাধিক্যের জন্য বিরোধীদের থেকে কোন আশঙ্কার কোন কারণ নেই স্পিকারের।

এদিকে, বিজেপি পরিষদীয় দলকে রাজনৈতিক ভাবে অপরিপক্ক বলা নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আমরা এই পরিপক্কতা নিয়ে ৩ থেকে ৭৭ হয়েছি। এই রাজনৈতিক পরিপক্কতা নিয়েই তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতা দখল করব। তবে, অনাস্থার বিষয়ে যা বলার বিরোধী দলনেতাই বলবেন বলে অনাস্থা প্রস্তাবের বল শুভেন্দু অধিকারীর কোর্টে ঠেলে দিলেন শঙ্কর ঘোষ।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়েরর মতে, লোকসভাতেও বিরোধীদের অনেক বিষয়ে স্পীকারের বিরুদ্ধে ক্ষোভ থাকে। কিন্তু, তারপরেও স্পিকারের ডাকা সর্বদলীয় বৈঠক বা কর্মসূচিতে অংশ নেন বিরোধীরা। কিন্তু, বিধানসভায় বিজেপি একবগ্গা বিরোধিতা আর বয়কটের পথেই থাকতে চায়। এটাই হল ওদের রাজনৈতিক অপরিপক্কতার প্রমান।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: West Bengal news