#কলকাতা: যাই যাই করেও যেতে চায় না শীত ৷ এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি। গত দু'দিনে প্রায় ৫ ডিগ্রি পারদ নেমেছে কলকাতায়। জমিয়ে শীতের আরও একটি স্পেল। সোমবার পর্যন্ত জমিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে। সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ।সোমবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও সংলগ্ন এলাকায় আরও ৪৮ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, '৩ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শনি ও রবি কলকাতায় ১৩ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। জেলার কৃতি ১০-১১ কাছে তাপমাত্রা। শীতের আমেজ থাকবে সোমবার পর্যন্ত।মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের রাজ্য গুলির সঙ্গে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা।স্বাভাবিকের নীচে থাকেবে দিন ও রাতের তাপমাত্রা। জমিয়ে শীতের আমেজ ৩-৪ দিনের। সকালে সামান্য কুয়াশা হলেও পরে পরিষ্কার আকাশ। একরাতে তাপমাত্রা কমলো ৩ ডিগ্রিরও বেশি।কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম । গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি। সামান্য বেড়ে গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়নি।
সোমবার রাতে জম্মু-কাশ্মীরে ঢুকছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে সোমবার ও মঙ্গলবার জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত।মঙ্গলবার থেকে মধ্যভারতের পরে পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ছত্রিশগড়, ঝারখন্ড, মধ্যপ্রদেশে বৃষ্টির পূর্বাভাস।সোমবার পর্যন্ত অতি ঘন কুয়াশা পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে।
BISWAJIT SAHA
Published by:Ananya Chakraborty
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।