আগামী ১-২ ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়
আগামী ১-২ ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুরে
বুধবার সকাল থেকে কলকাতায় মূলত মেঘলা আকাশ ছিল। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে কলকাতা ভাসল বৃষ্টিতে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
বুধবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৮৯ শতাংশ।
Published by:Rukmini Mazumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।