#কলকাতা: অবশেষে স্বস্তি। বাংলাদেশের দিকে সরল নিম্নচাপ। এর জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হচ্ছে। তবে এখনই রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ। আগামী চব্বিশ ঘণ্টা উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ এখন অবস্থান করছে ঢাকায়। তার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহারে।
কলকাতার এদিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশেপাশে ৷
অন্যদিকে, যুবভারতীতে আজ বিকেলে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি জার্মানি ও ব্রাজিল ৷ উত্তেজনায় দু’ভাগ শহর ৷ বৃষ্টির তাণ্ডবে দুর্গাপুজোর পর পণ্ড দিওয়ালি ভাইফোঁটাও ৷ এবার বিশ্বকাপের ম্যাচেও বৃষ্টির ভ্রুকূটি ৷ তাই বিকেলে যেন বৃষ্টি না নামে সেই প্রার্থনা নিয়েই বরুণদেবের দ্বারস্থ শহরের ফুটবলপ্রেমীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: FIFA U17 World Cup 2017, Rain, Weather Report, Weather Update