হোম /খবর /কলকাতা /
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত, রাজ্যে বৃষ্টি বাড়বে কবে থেকে ?

Weather: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত, রাজ্যে বৃষ্টি বাড়বে কবে থেকে ? জেনে নিন

Representational Image

Representational Image

সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রবি-সোমবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ৷ শনিবার থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে ৷ উত্তরের কয়েকটি জেলায় রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বৃষ্টিতে উত্তরবঙ্গে নদীর জল বাড়ার আশঙ্কা রয়েছে ৷

দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি কিছুটা কমবে । সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রবিবার আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। শুক্রবার থেকেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হবে। অসম ও মেঘালয়ে সপ্তাহান্তে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এর প্রভাবে উত্তরবঙ্গের নদীর জলস্তর আবারও বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার গোটা দিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে। মৌসুমী অক্ষরেখা নীচের দিকে নেমে আসায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হচ্ছে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে দুপুরের পর থেকেই আবহাওয়ার অনেকটা উন্নতি হয়েছে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Weather Forecast, Weather Report