হোম /খবর /কলকাতা /
বঙ্গোপসাগরের নিম্নচাপ সরছে পশ্চিমে, বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টি

Weather Report: বঙ্গোপসাগরের নিম্নচাপ সরছে পশ্চিমে, বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টি

Representational Image

Representational Image

আগামিকাল, বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টি ৷ সপ্তাহ শেষে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশই সরছে পশ্চিমে ৷  এর ফলে আগামিকাল, বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টি ৷ সপ্তাহ শেষে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

আজ, বুধবার মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে ৷ বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় রয়েছে ৷ বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিম বর্ধমান, মেদিনীপুরেও হতে পারে বৃষ্টি ৷ পাশাপাশি দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷  কালিম্পং,জলপাইগুড়ি,মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। বাংলাদেশ উপকূল থেকে সরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে অবস্থান নিম্নচাপের। একইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুয়ের প্রভাবে আজ বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও দিনভর বৃষ্টি চলবে। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দিনভর। আগামিকাল, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

আবহবিদদের মতে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাবে ৷ তার ফলে আজ, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত পশ্চিমের জেলাগুলিতেই ভারী বৃষ্টি হতে পারে ৷ জুলাই মাসে তেমন জোরালো বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্ষার জোর বাড়ে মূলত মৌসুমি অক্ষরেক্ষার অবস্থানের ভিত্তিতে ৷ তার উপরে নিম্নচাপ এসে বর্ষাকে সক্রিয় করে দিয়েছে ৷ তার ফলে আগামী কয়েক দিন প্রবল না হলেও বর্ষার স্বাভাবিক মেজাজ মিলতেই পারে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Weather Forecast, Weather Report