ঘূর্ণাসুরের বাধায় শীত এখন বহুদূর, নামতে পারে বৃষ্টি

আশা দেখিয়েও বিশ্বাসভঙ্গ ৷ বিজয়ার রেশ কাটতে না কাটতেই ভোররাতের ঠাণ্ডা হাওয়ায় বাংলা বিশ্বাস করতে শুরু করেছিল শীত আর দূরে নেই ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: আশা দেখিয়েও বিশ্বাসভঙ্গ ৷ বিজয়ার রেশ কাটতে না কাটতেই ভোররাতের ঠাণ্ডা হাওয়ায় বাংলা বিশ্বাস করতে শুরু করেছিল শীত আর দূরে নেই ৷ গত বছরের আক্ষেপ এবার বুঝি সুদে আসলে পুষিয়ে দেবে শীত বাবাজি ৷ কিন্তু বাস্তবে সে গুড়ে বালি ৷ ভিলেন ঘূর্ণাবর্ত দুর্গাপুজোয় সেকরম কেরামতি না দেখাতে পেরে শোধ নিতে এবার আটকে দাঁড়িয়েছে শীতের পথ ৷

    সোজা কথায় বলতে গেলে আগামী এক সপ্তাহের মধ্যে শীত পড়ার কোনও সুযোগই নেই ৷ বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের কারণে পিছিয়ে যাচ্ছে শীত ৷ আবহবিদরা জানাচ্ছেন, নভেম্বরের মাঝামাঝি সপ্তাহের আগে শীত পড়ার সম্ভাবনা খুবই কম ৷

    ঋতু পরিবর্তনের ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাস থেকেই শীতের স্বাদ অল্পস্বল্প অনুভব করত বাংলা ৷ গত কয়েক বছরের আবহাওয়া রিপোর্ট দেখলে বোঝা যাবে সে সবের পাট চুকেছে ৷ পৌষ মাসের অর্ধেক পেরিয়ে গতবার কয়েকদিনের অতিথি হয়েছিল ঠান্ডা ৷

    এবছর অক্টোবরের মাঝামাঝি সপ্তাহ থেকেই আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল ৷ দক্ষিণবঙ্গে ভোর রাত বা সকালে পাখা বন্ধ করে গায়ে টানতে হচ্ছিল পাতলা চাদর ৷ ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকদিন সে আমেজ উধাও ৷ কিয়ান্ত-এর প্রভাব কাটলে ঠান্ডা পড়তে শুরু করবে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা ৷ কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নতুন ঘূর্ণাবর্ত উত্তরে হাওয়ার পথে বাধা সৃষ্টি করায় ফের বাড়ছে তাপমাত্রা ৷ ফলে ঠান্ডা পড়ার বদলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে ৷

    আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আকাশ থাকবে আংশিক মেঘলা ৷

    First published:

    Tags: Kolkata, Rain Forecast, Weather Report, Weather Update, Winter Forecast, Winter Report, Winter Update