Home /News /kolkata /
রবি ও সোমবার ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস? জেনে নিন

রবি ও সোমবার ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস? জেনে নিন

Representational Image

Representational Image

রবিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে।

 • Share this:

  #কলকাতা:  রবি ও সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। রবিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

  রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা,ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে। ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন বাংলার জেলাগুলিতেও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা বিকানের গোয়ালিয়ার, বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

  আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার। সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ওপরের দিকের জেলাগুলিতে।রবিবার মালদহ ও দুই দিনাজপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হাওড়াতে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে সোমবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলা গুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

  আরব সাগরে নিম্নচাপ শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটির অবস্থান মধ্য ও উত্তর আরব সাগরে। এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপ এলাকায় ঘূর্ণাবর্ত থাকায় নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করছে। একই সঙ্গে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি এই নিম্নচাপ থেকে মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেমগুলোর প্রভাবে আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয় হয়েছে।

  এসবের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। তামিলনাড়ুর নীলগিরি কোয়েম্বাটুর ও থেনী জেলায় অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ুতে।

  মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ উত্তর দিকে সরে হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি পঞ্জাব এবং উত্তর প্রদেশের বেশ কিছু এলাকায়।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Weather Forecast, Weather Report

  পরবর্তী খবর