Home /News /kolkata /
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভাসতে পারে পুজো

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভাসতে পারে পুজো

Representational Image

Representational Image

 • Share this:

  #কলকাতা: আজ মহালয়া ৷  দেবীপক্ষের সূচনা ৷ পুজো শুরু হতে আর বাকী মাত্র এক সপ্তাহ ৷ মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ চলছে শেষমুহূর্তের পুজো শপিংও ৷ কিন্তু এরই মধ্যে মোটেই ভাল খবর শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে প্রতিপদ থেকেই অঝোর বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ৷ নিম্নচাপ আরও ঘণীভূত হলে পুজোর দিনগুলিতেও বৃষ্টি পণ্ড করতে পারে সব আনন্দ ৷

  আরও পড়ুন---> দেবী পক্ষে কাজ শুরু, ইস্ট-ওয়েস্ট মেট্রোর নতুন টানেল বোরিং মেশিনের নাম রাখা হল মা দুর্গার নামে

  আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত কলকাতা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ৷ চতুর্থ, পঞ্চমী ৷ অর্থাৎ শনি-রবিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা ৷  কিন্তু পুজোর দিনগুলিতে বৃষ্টি হলে কী হবে ! এই চিন্তাতেই এখন দিন কাটছে পুজো উদ্যোক্তাদের ৷ আবহাওয়া দফতরের খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বেঁধেছে। সেটি সোমবারের মধ্যে গভীর নিম্নচাপের চেহারা নিয়ে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিমে সরে ওড়িশামুখী হতে পারে।

  First published:

  Tags: Kolkata Weather, Weather During Durga Puja

  পরবর্তী খবর