Home /News /kolkata /
বিশ্বকর্মা পুজোর দিন উড়বে না ঘুড়ি ! সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

বিশ্বকর্মা পুজোর দিন উড়বে না ঘুড়ি ! সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় তামিলনাড়ু উপকূলে এসে প্রথমে উত্তর ও পরে উত্তরপূর্ব দিকে এগোবে । প্রতীকী ছবি ৷

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় তামিলনাড়ু উপকূলে এসে প্রথমে উত্তর ও পরে উত্তরপূর্ব দিকে এগোবে । প্রতীকী ছবি ৷

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: মাঝে আর মাত্র ৩দিন! সোমবার বিশ্বকর্মা পুজো ! পেটকাটি চাদিয়াল থেকে মুখপোড়া...ইতিমধ্যেই বাজার জুড়ে ঘুড়ির মেলা!

  প্ল্যান হয়ে রয়েছে-- সকাল থেকেই শুরু হবে ঘুড়ি ওড়ানোর তোড়জোড়! জোড়দার লড়াই ! কিন্তু এ'বছর কি আদৌ উড়তে পারবে ঘুড়ি? আলিপুর আবহাওয়া দফতর-এর পূর্বাভাসে কিন্তু এমন ভয়টাই পাচ্ছে আপামর জনতা! আবহাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রেহাই নেই বিশ্বকর্মা পুজোর দিনও ! সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা, বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টিও হবে।

  কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কাজেই এ'বছর ঘুড়ির লড়াই হবে কিনা... তা খোদ বিশ্বকর্মাই জানে!

  আরও পড়ুন-স্যারিডন, ট্যাক্সিম সহ ৩২৮টি ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

  First published:

  Tags: Heavy Rain, Monsoon udate, Vishwakarma puja, Weather Forecast