#কলকাতা: বসন্ততেই প্যাঁচ প্যাঁচে গরম ৷ বৈশাখ মাস আসতে এখনও অনেকটাই দেরি ৷ ভোরের দিকে ঠান্ডা হাওয়া দিলেও দিন গড়াতে না গড়াতে পারদ ছুঁয়ে ফেলছে ৩৬ ডিগ্রির কোটা ৷ গরমে হাঁসফাঁস শহরবাসী ৷
আগামী দু’দিন আবহাওয়ার কোনও উন্নতি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস ৷ তবে তবে অসমের পশ্চিমাংশে উচ্চচাপ বলয়ের জেরে সোমবার বিকেলে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷
সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে ৷ তবে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমে অস্বস্তিভাব অব্যাহত থাকবে ৷ এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা ৷ অসম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা সৃষ্টি হয়েছে ৷ তার জেরেই সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে ৷ বাড়বে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৷ বাড়বে রাতের তাপমাত্রাও ৷
রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি ৷ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ ৷ ২৪ ঘণ্টায় তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা নেই ৷