Home /News /kolkata /
কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Representational Image

Representational Image

weather forecast for kolkata

 • Share this:

  #কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  পুজো মিটে যাওয়ার পরও বৃষ্টির রেশ কাটল না। ভিলেন সেই বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির পূর্বাস রয়েছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । তার জেরেই চলবে বৃষ্টি।

  কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আজ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

  সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই কলকাতা-হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। ভিলেন সেই বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত।

  First published:

  Tags: Kolkata Weather Forecast, Rainfall, Weather Updates

  পরবর্তী খবর