Home /News /kolkata /
তিতলির দাপটে কী ভাসবে পুজো ? খুশির খবর শোনাল আবহাওয়া দফতর

তিতলির দাপটে কী ভাসবে পুজো ? খুশির খবর শোনাল আবহাওয়া দফতর

 • Share this:

  #কলকাতা: শক্তিশালী হয়ে ওড়িশা-অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘুর্ণিঝড় তিতলি। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিবেগে বৃহস্পতিবার সকালে আছড়ে পড়তে পারে। ওড়িশা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। হতে পারে বন্যাও । তিতলির জেরে কলকাতা ও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

  আরও পড়ুন: #Breaking: জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি, তবে কি ভাসতে চলেছে এবারের পুজো !

  ইতিমধ্যেই উৎসবের মেজাজে মেতেছে কলকাতা ও পশ্চিমবঙ্গবাসী ৷ ঠাকুর দেখতে এখন থেকেই প্রায় উপচে পড়ছে ভিড় ৷ কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তিতলি ৷ এবার পুজোর আনন্দ কী মাটি হয়ে যাবে তিতলির জেরে ৷ এই সপ্তাহে বৃষ্টি হলেও আগামী সপ্তাহের আবহাওয়া নিয়ে বেশ চিন্তায় রয়েছেন সকলে ৷ তবে সকলের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া দফতর ৷

  আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় 'তিতলি’, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

  বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পুজোতে আবহাওয়া ভালোই থাকবে ৷ আজ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বৃষ্টি থাকবে ৷ ১৪ তারিখ অথার্ৎ চতুর্থী থেকে কমবে বৃষ্টি ৷ শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে ৷ তবে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা নেই ৷

  আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় 'তিতলি’, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

  First published:

  Tags: Durga Puja 2018, Titli Cyclone, Weather

  পরবর্তী খবর