Home /News /kolkata /
২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, সম্ভাবনা নেই বৃষ্টির

২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, সম্ভাবনা নেই বৃষ্টির

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

 • Share this:

  #কলকাতা: শনিবার ও রবিবারের বৃষ্টিতে গরমের হাত থেকে কিছুটা রেহাই পেয়েছিল শহরবাসী ৷ তবে দু’দিনের কালবৈশাখির পর ফের গরম অব্যাহত ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কালবৈশাখি আসছে বঙ্গে ৷ দক্ষিণবঙ্গে কোনও সম্ভাবনাই নেই কালবৈশাখির ৷

  আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ কলকাতায় তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি হওয়ার সম্ভাবনা ৷ ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে ৩ জেলায় ৷ পশ্চিমাঞ্চলের ৩ জেলা হল বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান  ৷

  বাতাসে জলীয় বাষ্পের জেরে বাড়বে অস্বস্তিও ৷ ঝাড়খণ্ডের জামশেদপুর-সহ কয়েকটি এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ তবে অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ৷ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহারে ৷ দার্জিলিঙেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷

  আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

  First published:

  Tags: Bengali News, Heat Wave, Weather Forecast

  পরবর্তী খবর