#কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সার জন্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পিপিই ও কিটের অপ্রতুলতা নিয়ে গোটা দেশেই অভিযোগ উঠছে৷ কোথাও কোথাও স্বাস্থ্যকর্মীরা মাস্ক, পিপিই না পেয়ে বিক্ষোভও দেখাচ্ছেন৷ এ হেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ২ লক্ষ ৭ হাজার ১০০ পিপিই-র মধ্যে মাত্র ৩ হাজার পিপিই দিয়েছে কেন্দ্র৷
সোমবার মমতা বলেন, 'কেন্দ্র মাত্র ৩ হাজার পিপিই দিয়েছে৷ ৭৮ হাজার ৭৫০টি N95 মাস্কের মধ্যে মাত্র ১০ হাজার মাস্ক দিয়েছে কেন্দ্র৷ ৪২ হাজার ২৫১ লিটার স্যানিটাইজার পেয়েছি৷ ৫ হাজার থার্মাল গান পেয়েছি৷'
মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত রাজ্যে ৫৪ হাজার ৮২৩ গৃহ পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া রাজ্যে তৈরি হয়েছে ৫১১টি কোয়ারান্টিন সেন্টার। এখন কোয়ারান্টিনে ২ হাজার ৮৮৯ জন। রাজ্যে এখন ৫৯টি কোভিড হাসপাতাল রয়েছে। তাই চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
তিনি অনুরোধ করেছেন, যাঁদের করোনা সন্দেহভাজন অবস্থাতেই শারীরিক অবস্থা ভাল নয়। লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশনের একান্তই প্রয়োজন তাঁদের বাঙুর হাসপাতালে ভর্তি হতে। কারণ সেখানে আলাদা করে চিকিৎসার বিশেষ পদ্ধতি ও ব্যবস্থা রয়েছে। তাই সেখানে গেলে চিকিৎসা ভাল পাওয়া যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।