#কলকাতা: রাজ্যজুড়ে ২০২২-২৩ আর্থিক বর্ষে তৈরি হবে দু'লক্ষ স্বনির্ভর গোষ্ঠী, তার-ই নির্দেশিকা জারি করল নবান্ন। আগামী ৫ বছরে ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নির্দেশ দিয়েছেন শীর্ষ আধিকারিকদের। গত বছরই তা নিয়ে মুখ্যসচিব একটি বিস্তারিত বৈঠক করেছিল দফতরের আধিকারিকদের সঙ্গে। রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রাজ্য পরিচালিত করে। শুধু তাই নয়, বর্তমানে রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে, স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে। স্কুলড্রেস তৈরির ক্ষেত্রে বিভিন্ন জেলায় স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একাধিকবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে স্কুল ড্রেস তৈরি নিয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সেই সব দিক মাথায় রেখেই স্বনির্ভর গোষ্ঠীর তৈরির জন্য বিশেষভাবে তৎপর হল নবান্ন।
নবান্ন সূত্রে খবর, সবথেকে বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে ২৮৬৫০ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতে ২২৬৫০ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটি জেলাতে বেশিসংখ্যক স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হলেও বাকি জেলাগুলিতেও উল্লেখযোগ্যভাবে নির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠী তৈরির জন্য। নবান্ন সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলায় ৪০২০ টি, বাঁকুড়া জেলায় ৬৭০০ টি, বীরভূম জেলায় ৫৩৫০ টি, কোচবিহার জেলায় ৭৫০ টি, দার্জিলিং জেলায় ১৩৮০ টি, দক্ষিণ দিনাজপুর জেলায় ৫৩৫০ টি, উত্তর দিনাজপুর জেলায় ৫০৫০ টি, হুগলি জেলায় ১১১০০ টি, হাওড়া জেলায় ৭৮৫০ টি, জলপাইগুড়ি জেলায় ২১৫০ টি, ঝাড়গ্রাম জেলায় ৪৫০০ টি, কালিম্পং জেলায় ২৫০ টি, মালদহ জেলায় ১২৬০০ টি, মুর্শিদাবাদ জেলায় ১৪৪৫০ টি, নদিয়া জেলায় ২১৫০০ টি, পশ্চিম বর্ধমান জেলায় ২৭৫০ টি, পশ্চিম মেদিনীপুর জেলায় ৯৮৫০ টি, পূর্ব বর্ধমান জেলায় ১৯২৫০ টি, পূর্ব মেদিনীপুর জেলায় ২৭৫০ টি এবং পুরুলিয়া জেলায় ৪৩৫০ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরির টার্গেট দিয়েছে নবান্ন।
পাশাপাশি ৬০ বছরের বেশি বয়স্কদের জন্য বিশেষভাবে স্বনির্ভর গোষ্ঠী তৈরির পরিকল্পনা করেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, স্বনির্ভর গোষ্ঠীর এই ক্যাটাগরি -র নাম রাখা হয়েছে 'অগ্রসর' স্বনির্ভর গোষ্ঠী। এই ক্যাটাগরিতে ৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন জেলা মিলিয়ে তৈরি করার টার্গেট দেওয়া হয়েছে জেলাগুলিকে। খুব শীঘ্রই জেলাগুলির সঙ্গে গোটা বিষয় নিয়ে নবান্নের উচ্চপর্যায়ের আধিকারিকরা বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nabanna