#কলকাতা: ওমিক্রন (Omicron) নিয়ে আতঙ্কের জের৷ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ বহাল রাখল রাজ্য সরকার৷ বজায় থাকছে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ সংক্রান্ত বিধিও (West Bengal Covid Guidelines)৷ এ দিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়েই এ কথা জানানো হয়েছে৷
করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন (Omicron) সংক্রমণ রুখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে৷ রাজ্যের তরফেও জারি করা হয়েছে সতর্কতা৷ যে দেশগুলিতে ওমিক্রন সংক্রমণের ঝুঁকি বেশি, সেই দেশগুলি থেকে কলকাতায় এলেই আরটি পিসিআর টেস্ট করানোর নির্দেশিকাও জারি করা হয়েছে৷
আরও পড়ুন: ওমিক্রন সতর্কতা তুঙ্গে! আন্তর্জাতিক যাত্রীদের জন্য জারি কেন্দ্রের নতুন গাইডলাইন, জানুন বিশদে...
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, রাত এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে জরুির প্রয়োজন ছাড়া বাইরে বেরনো যাবে না৷
পাশাপাশি, বিভিন্ন অফিসেও যথাযথ ভাবে করোনা বিধি মেনে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে৷ অফিসের ভিতরে নিয়মিত জীবানুনাশের কাজও করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ? আগামী মাসেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সরকারি বিধিনিষেধ না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধি মেনে কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে৷
ভারতে এখনও পর্যন্ত ওমিক্রনে ভ্যারিয়েন্টে আক্রান্ত কোনও করোনা রোগীর খোঁজ মেলেনি৷ কিন্তু কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র এবং রাজ্য সরকার৷ কেন্দ্রীয় সরকারের তরফেও ইতিমধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার নির্দেশিকা জারি করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।