হোম /খবর /কলকাতা /
জলের সমস্যা তীব্র, ক্ষোভে ফুঁসছেন বাঘাযতীন কলোনির বাসিন্দারা

জলের সমস্যা তীব্র, ক্ষোভে ফুঁসছেন বাঘাযতীন কলোনির বাসিন্দারা

Photo : News18

Photo : News18

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: জলের সমস্যায় জেরবার দক্ষিণ কলকাতার বাঘাযতীন কলোনির বাসিন্দারা। পৌরসভার সাপ্লাই লাইনে জল মিলছে না। এখন ভরসা পৌরসভার জলের ট্যাঙ্ক, অথবা পাড়ার জলের দোকান। প্রশাসনের কাছে বারবার দরবারেও সুরাহা মেলেনি। ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা ।

    তীব্র গরম, তার উপর জলের প্রবল সমস্যা। নাজেহাল দশা দক্ষিণ কলকাতার বাঘাযতীন কলোনির বাসিন্দাদের। কাউন্সিলর থেকে বোরো চেয়ারম্যান, সকলের কাছেই দরবার করেছেন। তবু সমস্যা মেটেনি।

    সাময়িক ব্যবস্থা হিসাবে এলাকায় দুটি জলের ট্যাঙ্ক বসেছে। কিন্তু সেই জল বহুতলে নিয়ে যেতে কালঘাম ছুটছে। যে সব বয়স্ক মানুষ বাড়িতে একা থাকেন তাঁরা আরও সমস্যায় পড়ছেন। অগত্যা গাঁটের কড়ি খরচা করেই খেতে হচ্ছে জল। সমস্যা এতটাই, কেউ কেউ বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। কাউন্সিলরের আশ্বাস, কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে, সমস্যা সমাধান হতে এখনও মাসখানেক। সমস্যা মিটতে এখনও মাসখানেক সময় লাগবে। কিন্তু জলের অভাবে ততদিন কীভাবে দিন গুজরান হবে? তার কোনও সদুত্তর মেলেনি...

    First published:

    Tags: Baghajatin, Water Problem