#কলকাতা: বর্ষা আসতেই চেনা জলছবি কলকাতা ও শহরতলিতে। হাওড়ার সালকিয়ায় জলভরতি গর্তে পড়ে গিয়ে মৃত্যু হল কিশোরের। কাঠগড়ায় হাওড়া পুরসভা। কয়েক ঘণ্টার অবিরাম বৃষ্টির জেরে জলের তলায় মহানগরের একাধিক রাস্তা। জল নামাতে তৎপর কলকাতা পুরসভা।
সোম ও মঙ্গলবারের টানা বৃষ্টির জেরে জল জমে যায় হাওড়ার বিভিন্ন এলাকায়। সালকিয়ায় সাত নম্বর ওয়ার্ডের মৈনাক পাড়ায় জলভরতি গর্তে পা ফসকে পড়ে যায় বিনোদ মল্লিক। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কিশোরের এই মৃত্যুর জন্য পুরসভার দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা। কিশোরের মৃত্যুর প্রতিবাদে বেনারস রোড অবরোধ করেন তাঁরা।
মেয়রের অবশ্য দাবি, নির্মীয়মাণ পাম্পিং স্টেশনের পাশে পুকুর থাকায় রাস্তা আটকে রাখা যায়নি।
চেনা জলছবি গঙ্গার এপাড়েও। সোমবার রাতেই জল দাঁড়িয়ে যায় কলকাতার বিভিন্ন এলাকায়। জল জমে থাকে বেহালার ১২৯-১৩১-১৩২ নম্বর ওয়ার্ডে। জলমগ্ন খোদ মেয়রের ওয়ার্ড। একই অবস্থা পার্শ্ববর্তী এলাকা মহেশতলাতেও। জল জমে থাকে আলিপুর সেন্ট্রাল জেলের সামনে। রাস্তা-নিকাশীর উন্নয়ন হলেও বর্ষার চেনা ছবি ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে।
পুরসভার নিকাশী বিভাগের মেয়র পারিষদ তারক সিং-এর দাবি ৷ - ‘সোমবার গড়ে ৬৫-৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও পুরসভা দ্রুত জল নামানোর চেষ্টা চালাচ্ছে। বেহালায় কেইআইআইপি (KEIIP)-র কাজ চলায় জল দাঁড়িয়ে যায়। কাজ শেষ হলে জল জমবে না’ তৎপর পুরসভা। তারপরও এই বর্ষায় যে ভোগান্তি পিছু ছাড়ছে না, তা ভালই টের পাচ্ছেন মহানগরবাসী।