#কলকাতা: বৃহস্পতিবার আসানসোলের কল্যাণপুরে যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয় ৷ তাঁকে এলাকায় ঢুকতে বাধা দেয় স্থানীয়রা, শুরু হয় বিক্ষোভ। উত্তেজিত জনতার হাত থেকে বিজেপি সাংসদকে বাঁচাতে লাঠিচার্জ করে পুলিশ ৷ এরপরই ১৪৪ ধারা ভঙ্গ এবং আইপিএস অফিসার রূপেশ কুমারকে ধাক্কা মারার অভিযোগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে উত্তর আসানসোল থানায় জামিন অযোগ্য ধারায় দু’টি মামলা দায়ের করে পুলিশ ৷ ঘটনার পর বাবুলকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রীরও ৷ বাবুল জানান, ঘটনার বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দেবেন ৷ তিনি আরও বলেন, ‘সাংসদ হিসেবে যে কোনও জায়গায় যেতে পারি ৷ ১৪৪ ধারা ভাঙিনি ৷ আমাকে আটকাতে এত ব্যস্ত কেন?’
এরপরই, পদত্যাগ করতে চান মর্মাহত বাবুল সুপ্রিয় । তিনি টুইট করেন-
‘'আসানসোলের ঘটনায় আমি মর্মাহত। পদত্যাগ করতে চেয়েছিলাম, সরে আসতে চেয়েছিলাম রাজনীতি থেকে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করি। তাঁকে পদত্যাগের ইচ্ছা জানাই। কিন্তু, মন্ত্রিত্ব ছা্ড়তে বারণ করেন প্রধানমন্ত্রী বরং উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। বলেন, যুদ্ধ চালিয়ে যেতে!''
আরও পড়ুন-ইকো পার্কের জাম্পিং বেলুন রাইড কতটা নিরাপদ ? উঠছে প্রশ্ন
রামনবমী উপলক্ষে গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল ৷ বৃহস্পতিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে কল্যাণপুরে যাচ্ছিলেন লকেট এবং বাবুল ৷ চাঁদমারি পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা বাবুলের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে আসেন ৷ এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বাবুলের ৷ সেই সময়ই আইপিএস অফিসারকে ধাক্কা মারারও অভিযোগে ওঠে বাবুলের বিরুদ্ধে ৷ অবশেষে রণে ভঙ্গ দিয়ে ফিরে যান বাবুল সুপ্রিয় ৷ এই ঘটনার পরই ১৪৪ ধারা ভঙ্গ ও পুলিশকর্মীকে হেনস্থার অভিযোগে বাবুলের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ।
আরও পড়ুন-স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি, আজও কী ঝড়-বৃষ্টি?
এই ঘটনার পর পালটা অভিযোগ দায়ের করেন বাবুল সুপ্রিয়ও ৷ নিজের লেটার প্যাডে আইপিএস রূপেশ কুমাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷
বাবুল সুপ্রিয়র পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূলও ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবারই আসানসোলের পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন-আচমকা ঝড়ে বিপত্তি, ইকো পার্কে উল্টে গেল রাইড ! আহত ১০ শিশু
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo, PM Modi