হোম /খবর /কলকাতা /
পাঁচটা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়ল ৫৩ শতাংশের বেশি, স্বস্তি ফিরল শাসক শিবিরেও

Bhabanipur by poll voting percentage: পাঁচটা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়ল ৫৩ শতাংশের বেশি, স্বস্তি ফিরল শাসক শিবিরেও

ভবানীপুরে বাড়ল ভোট দানের হার৷

ভবানীপুরে বাড়ল ভোট দানের হার৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে ভোট পড়েছিল ৬১ শতাংশের কিছু বেশি(Bhabanipore by poll voting percentage)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিকেল পাঁচটা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার বেড়ে হল ৫৩.৩২ শতাংশ (Bhabanipore by poll voting percentage)৷ সন্ধে সাড়ে ছ'টা পর্যন্ত ভোট হওয়ার কথা৷ ফলে অনেকটাই স্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ কারণ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) জয় নিয়ে শাসক শিবিরে কোনও সংশয় ছিল না৷ তাদের মূল চিন্তা ছিল ভোটদানের হার নিয়ে৷

ভবানীপুরের তুলনায় অবশ্য সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট দানের হার ছিল অনেকটাই বেশি৷ বিকেল পাঁচটা পর্যন্ত সামশেরগঞ্জে ভোট পড়েছে ৭৮.৬০ শতাংশ আর জঙ্গিপুরে ভোট পড়েছে ৭৬.১২ শতাংশ৷

সকালের দিকে এ দিনও ভবানীপুরে (Bhabanipore)ভোট দানের হার যথেষ্ট কম ছিল৷ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হারও বাড়তে থাকে৷ ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে ট্যুইটও করতে থাকেন তৃণমূল নেতারা৷ দুপুরের পর ভবানীপুরের বুথগুলিতে ভোটারদের যথেষ্ট ভিড় চোখে পড়ে৷

আরও পড়ুন: নেত্রীকে জেতা আসন হেলায় দিয়ে দিয়েছিলেন, আজ ভোট দিয়ে মুখ খুললেন শোভনদেব

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে ভোট পড়েছিল ৬১ শতাংশের কিছু বেশি৷ তৃণমূল নেতৃত্বের আশা, দুপুরের পর যেভাবে ভোটদানের হার বেড়েছে, তাতে সন্ধে সাড়ে ছ'টা পর্যন্ত হয়তো ভোটদানের হার বিধানসভা নির্বাচনের হারকেও ছাপিয়ে যেতে পারে৷

২০১১ সালেও ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও সেবারে ভোট পড়েছিল মাত্র ৪৪.৭৩ শতাংশ৷ সেই তুলনায় এবারের উপনির্বাচনে ভবানীপুরে ভোট পড়ল অনেক বেশি৷

Published by:Debamoy Ghosh
First published: