কলকাতা: "বাংলায় ৩০০- ৪০০টি মিনি কাশ্মীর রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী হিংসার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারেননি।" কলকাতায় এসে বিস্ফোরক অভিযোগ করলেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এখানেই শেষ নয়, রবিবার সন্ধে নাগাদ কলকাতার মাটিতে বসেই মুম্বইয়ের বিজেপি ঘনিষ্ঠ পরিচালক বিবেক দাবি করলেন, তিনি নাকি নির্ভয়ে বাংলার সব প্রান্তে যেতে পারেন না! নিরাপত্তা জনিত সমস্যার মুখে পড়ার আশঙ্কা থাকে।
এদিন বিবেক বলেন, "কাশ্মীরের ইয়াসিন মালিক বলেছিলেন, ভারতে ৫০০ কাশ্মীর বানাবেন। এই ৫০০ কাশ্মীর কোথায় রয়েছে তা তো জানি না, তবে, ৩০০-৪০০ মিনি কাশ্মীর তো বাংলাতেই রয়েছে।" বিবেকের দাবি, "বাংলা কাশ্মীর হয়ে যাওয়ার আগে বাংলার মানুষের কথা, বাংলার কথা সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই।" রাজনীতির কারবারিদের বক্তব্য, এই 'কাশ্মীর' বলতে কি বাংলার সংখ্যালঘুদের বোঝাতে চেয়েছেন বিবেক?
আরও পড়ুন: দুবাই-ব্যাঙ্কক-মলদ্বীপ! অভিনেতা বনি সেনগুপ্তর ঘন ঘন বিদেশ ভ্রমণেও এবার নজর ED-র
অনুষ্ঠানের শেষেও বিবেকের মুখে শোনা যায় সেই একই বিতর্কিত কথা। বলেন, "পশ্চিমবঙ্গের বহু জায়গায় আমি যেতে পারি না। সেখানে নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। আপনাদের মুখ্যমন্ত্রী এখানকার হিংসা পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।"
বিবেক অগ্নিহোত্রীই শুধু নন, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান অভিনেতা অনুপম খেরও। বিজেপি ঘনিষ্ঠ ওই অভিনেতা জানান, তিনি আগামিকাল অর্থাৎ, সোমবারই বীরভূমের শান্তিনিকেতন যাবেন। কেউ নাকি তাঁকে জানিয়েছে, শান্তিনিকেতনের পরিস্থিতিও ভাল নয়। এরপরেই পদ্মশিবির ঘনিষ্ঠ অভিনেতার তোপ, "দু-চারজন ভয় পেয়ে থাকা মানুষকে তাঁর মতো শেরদিল লোক ভয় পায় না।"
বিবেকের এমন মন্তব্যের বিরোধিতা করেন বঙ্গের পরিচালক অরিন্দম শীল। তাঁর মন্তব্য, "এখানে কাশ্মীর বলতে উনি কী বোঝাতে চেয়েছেন। এ তো কাশ্মীরের মানুষের অপমান। বাংলার অপমান। পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট রুচিশীল, তাঁরা এই সমস্ত কথা কানে তোলেন না।"
আরও পড়ুন: কৌশানীর হাতেই কুন্তল ঘনিষ্ঠ সোমার পার্লারের প্রোমোশন, টাকা নয় দিয়েছিলেন 'গিফট'
রবিবার কলকাতার জাদুঘরে একটি আলোচনা সভায় যোগ দিতে এসেছেন বিবেক। সেখানে ছিলেন তাঁর আগের ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অনুপম খের। রবিবার অনুপমের কথাতেও বারবার উঠে আসে 'কাশ্মীর ফাইলস'-এর কথা।
Venkateswar Lahiriনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।