corona virus btn
corona virus btn
Loading

#Viral:দু’পাশে ফাটছে তুবড়ি, বৌভাতের রাতে বাইকে বউকে বসিয়ে সুপার এন্ট্রি বরের! দেখুন ভিডিও

#Viral:দু’পাশে ফাটছে তুবড়ি, বৌভাতের রাতে বাইকে বউকে বসিয়ে সুপার এন্ট্রি বরের! দেখুন ভিডিও
Photo Courtesy: Facebook
  • Share this:

#কলকাতা: ভিডিওর ট্যাগলাইন হল নিউ লাইফ৷ অর্থাৎ নতুন জীবন৷ বিয়ে মানেই তো নতুন জীবন শুরু৷ বলা যেতে পারে জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় বিয়ের পর৷ নতুন মানুষ, নতুন পরিবারকে আপন করে নেওয়ার এক যাত্রা শুরু হয় বিয়ের মাধ্যমে৷ বিয়ে মানেই তো একা পথ চলার শেষ৷ নতুন সঙ্গীকে নিয়ে নতুন জীবন চলার মধ্যে রয়েছে অসম্ভব আনন্দ৷ সেই বিয়ের আনন্দে যা করলেন যুবক, ভিডিও হল ভাইরাল৷ বিয়ের মন্ডপে বাইকে চেপে এলেন নতুন বর৷ পিছনে বসিয়ে নিয়ে এলেন সদ্য বিবাহিত স্ত্রীকে৷ বিয়ের সাজে দু’জনকেই দারুণ লাগছিল৷ নবদম্পতি যেন সাজে একে অপরকে টেক্কা দিচ্ছিলেন৷ শেরওয়ানি-ধুতিতে বর, লেহেঙ্গা শাড়িতে বউ স্বাভাবিকভাবে কাড়ছিল নজর৷

আরও পড়ুন ড্রেসের জন্য দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার বক্ষযুগল,কিন্তু যা ছিল ওটা...মুখ খুললেন নায়িকা!

তবে তাদের ছাপিয়ে গিয়েও যা নিয়ে সকলে মেতে উঠলেন তা হল বিয়ের মন্ডপে বর-বউয়ের সুপার এন্ট্রি! একেবারে যেন ধামাকাদার! দু’ধার দিয়ে ফাটছে তুবড়ি৷ তার মধ্যে দিয়ে বউকে নিয়ে বাইকে এলেন বর৷ বরের নাম সুমিত লোধ৷ বউয়ের নাম যুথী৷ বৌভাতের অনুষ্ঠানটি ছিল লিলুয়াতে৷ এহেন বিয়েতে দেখা গিয়েছে ১০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষীকে৷ একটু ভাল করে লক্ষ্য এদের দেখা মিলবে ভিডিওতেও৷

First published: February 3, 2020, 5:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर