Home /News /kolkata /
#Viral:বর মারছে সিটি! মালা গলায় তাসাপার্টির তালে তুমুল নাচ,সঙ্গিনীদের দেখলে চমকে উঠবেন,রইল ভিডিও

#Viral:বর মারছে সিটি! মালা গলায় তাসাপার্টির তালে তুমুল নাচ,সঙ্গিনীদের দেখলে চমকে উঠবেন,রইল ভিডিও

Photo Courtesy: Facebook

Photo Courtesy: Facebook

 • Share this:

  #কলকাতা: দিন বদলাচ্ছে, পাল্টাচ্ছে সময়৷ বদলেছে অনেকে রীতিনীতিও৷ বিয়ের আচার-আচরণেও ঘটেছে অনেক পরিবর্তন৷ এখন আর নতুন বর-বৌকে লাজুক হন না৷ এক সময় নতুন বর বা বৌয়ের মুখে শুধুই থাকত হাসি, তেমনভাবে মুখ খুলতেন না কেউ৷ অন্তত বিয়ের আসরে তো নয়৷ এই ভিডিওটি তারই প্রমাণ৷ এখন সকলেই বিন্দাস৷ নিজের বিয়েতে এসে নিজেই নেচে মাত করলেন বর৷

  আরও দেখুনরবিবার ছবি নিয়ে অকপট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেখুন বিশেষ সাক্ষাৎকার

  গলায় মালা, কপালে চন্দনের ফোঁটা৷ পাঞ্জাবি ও ধুতিতে বেশ মানিয়েছে তাকে৷ নিজের বিয়েতে তিনি নিজেই নেচে মাত করলেন৷ বিয়ে মানেই আনন্দ অনুষ্ঠান৷ বাড়িতে এই খুশির পরিবেশে সামিল হলেন খোদ পাত্র৷ বিয়ে করতে যাওয়ার আগে তার বডি ল্যাঙ্গুয়েজই সে কথা বুঝিয়ে দিল৷ ঘটনাটি পাঁশকুড়ার কাছে ঘটেছে৷ সেখানে ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে করতে যাওয়ার রীতি রয়েছে৷ এই বিয়েতেও তার ব্যাতিক্রম হল না৷ বাজল ব্যান্ড৷ আর তারই তালে তালে নাচলেন বর! সঙ্গে নিজেই বাজালেন সিটি৷ অর্থাৎ বিয়ে করতে যাওয়ার আগে পাত্র যে বেশ ফুরফুর মেজাজে রয়েছেন তা বোঝ গেল৷

  পাত্রের নাম শুভদীপ৷ ডাক নাম রাজু৷ বাড়ির ছেলে বিয়ে করতে যাওয়ার আগে তার সঙ্গে নাচে যোগ্য সঙ্গত দিলেন বরের পিসিরা! পিসিদের বয়স হয়েছে৷ তাতে কী৷ ভাইপোর বিয়ে বলে কথা৷ আনন্দে আটখানা হলেন তারা৷ তাই তো ব্যান্ডের তালে তালে তারাও উঠলেন নেচে৷ এমন ভিডিও ভাইরাল না হয়ে পারে৷ সকলেই এই ভিডিও দেখে বেশ মজা পাচ্ছেন৷ বিন্দাস বরকে দেখে সকলের মন ভরছে৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Dance, Viral, Viral Video

  পরবর্তী খবর