#কলকাতা: পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই ভোটের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল, স্বরাষ্ট্রসচিব এবং প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেওয়ার কথা জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ অত্যন্ত অশান্ত পরিবেশে ভোট হয়েছএ বলেই তিনি দাবি করেন ৷
আরও পড়ুন অশান্তির চেষ্টা বিরোধীদের,তবে রাজ্যে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট : পার্থ চট্টোপাধ্যায়
তৃণমূলের বিরুদ্ধে ভোটকর্মীদের হুমকি দেওয়া থেকে শুরু করে সাধারণ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করেছেন তিনি ৷ এবারের ভোটে মোট ২১জনের মৃত্যুর খবর রয়েছে তাঁর কাছে ৷ বিজেপির ৭-৮জন কর্মীর মৃত্যুর কথা জানিয়েছেন দিলীপবাবু ৷ মূলত তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্বের শিকার সাধারণ মানুষ, মত তাঁর ৷ যাদের প্রাণহানির হয়েছে,তারা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই দাবি দিলীপবাবুর ৷
আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনে সারাদিন কী ঘটল রাজ্যজুড়ে, দেখে নিন একনজরে
যে পরিস্থিতে ভোট হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন রাজ্যে অবিলম্বে ৩৫৬ধারা জারি করা প্রয়োজন ৷ সেকথা জানিয়েই রাজ্যপালকে চিঠি দেবে তাঁর দল , জানিয়েছেন দিলীপ ঘোষ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮