• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • নোট বাতিলের জেরে ব্যাঙ্কে তালা ঝোলালেন গ্রামবাসীরা

নোট বাতিলের জেরে ব্যাঙ্কে তালা ঝোলালেন গ্রামবাসীরা

File Photo

File Photo

নোট বদলের সমস্যায় জেরবার গ্রামের সাধারণ মানুষ। ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে সামান্য অর্থ।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতাঃনোট বদলের সমস্যায় জেরবার গ্রামের সাধারণ মানুষ। ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে সামান্য অর্থ। কিন্তু দীর্ঘ সময় লাইনে দিয়েও প্রয়োজনের সময় মিলছেনা প্রায় কিছুই। নুন আনতে যাঁদের পান্তা ফুরোয়,তাঁদের দিশেহারা অবস্থা ।

  টাকার খোঁজে ব্যাঙ্ক ও এটিএমের বাইরে দীর্ঘ লাইন। পুরোনো পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল ঘোষণার পর থেকেই এই চেনা ছবি শহর ও শহরতলিতে। তবে শহরে সমস্যা কিছুটা কমলেও এখনও চরম দুর্দশায় গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষ।

   মালদহ অ্যাকাউন্টে টাকা জমানো আছে। কিন্তু তা তুলতে গেলে মিলছে নগন্য। টাকা না মেলায় বাধ্য হয়ে ব্যাঙ্কে তালা লাগিয়ে দেন গ্রাহকরা । এইভাবে চলতে থাকলে, আত্মহত্যা ছাড়া কোনও পথ খোলা থাকবে না। এমনও বলছেন কেউ কেউ।

  মুর্শিদাবাদ মালদহের ছবি মুর্শিদাবাদেও। টাকা না মেলায় সেখানেও ব্যাঙ্ক বন্ধ করে দিলেন গ্রাহকরা। জলপাইগুড়ি মজুরি না পেয়ে জলপাইগুড়ির গোসালায় দীর্ঘক্ষণ একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকরা।প্রান্তিক গ্রামে টাকা পৌঁছে দিতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কয়েকটি ব্যাঙ্ক। কিন্তু যেখানে ব্যাঙ্ক আছে, সেখানেও মিলছে না টাকা। কবে সমস্যার সমাধান হবে, সদুত্তর নেই কারও কাছে।
  First published: