Sanhyik Ghosh
চৈত্র শেষ হয়ে বৈশাখের তিন দিন হয়ে গেল, এখনও শহর কলকাতায় দেখা মিলল না কালবৈশাখীর। এমনকি স্বস্তিদায়ক বৃষ্টিও উধাও। দিনকে দিন চড়ছে তাপমাত্রার পারদ। গত পাঁচ দিনের হিসেব ধরলে শহর কলকাতায় তাপমাত্রা ঘোরাঘুরি করছে ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে। বেলা বাড়তেই জ্বালা ধরানো তাপ। হচ্ছে প্রচন্ড ঘাম। আর এই তাপদহ থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শ নুন চিনি জল, সাথে পাতি লেবু খাবার পরামর্শ। কিন্তু এখানেই থামতে হচ্ছে আম বাঙালিকে। নামে ‘পাতি’ দামে নয়। গত দশ বারোদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে পাতি লেবু। প্রতি পিস ১০ টাকা। একটু সাইজে বড় হলেই প্রতি পিস দাম ছুয়েছে ১২ টাকা।
আরও পড়ুন: বড় খবর! এখন থেকে পুলিশ, হাসপাতাল, দমকলে ফোন করার জরুরি নম্বর একটাই
এই দাম বৃদ্ধির কারণের জন্য গরম বা তাপদহকেই দায়ি করছেন বিক্রেতারা। যে এলাকাগুলিতে লেবুর ফলন হয়, সেখানে প্রচন্ড গরমে নষ্ট হয়েছে ফলন। যার জেরে চাহিদা মতও জোগান না থাকায় হু হু করছে বাড়ছে পাতি লেবুর দাম।আরও পড়ুন: মানুষকে ধন্যবাদ জানিয়ে পুজো দিতে এলাম, হঠাৎ কালীঘাট মন্দিরে এসে বললেন মমতা
দাম বৃদ্ধির অন্যতম কারণ জ্বালানি দামবৃদ্ধিও রয়েছে। সেঞ্চুরি থেকে কয়েক পয়সা দূরে দাঁড়িয়ে ডিজেলের দাম। যার প্রভাব পড়েছে দৈনন্দিন সামগ্রির দামেও।
এক নজরে আজ বাজার দর
লেক মার্কেট
পটল ৫০ টাকা প্রতি কেজি (গত রবিবার দাম ছিল ৫৫-৬০)
ঝিঙে ৫০ টাকা / প্রতি কেজি (গত রবিবার দাম ছিল ৫৫)
বেগুন কেজি প্রতি ৭০ টাকা (গত রবিবার ৭০ ছিল, গরমের জন্য দাম বেশি)
উচ্ছে কেজি প্রতি ৫০ টাকা (গত রবিবার দাম ছিল ৫৫)
সজনে ৮০ টাকা কেজি ( সপ্তাহ খানেক আগে ছিল ১০০/১১০ প্রতি কেজি। ফের দাম বাড়বে)
লাউ প্রতি পিস ৩০ টাকা
কাঁচা লঙ্কা ৮০ টাকা কেজি
চন্দ্রমুখি আলু ৩৫-৪০ কেজি প্রতি
জ্যোতি ২২-২৪ কেজি প্রতি
রসুন ২০০-২৫০ টাকা কেজি ( গত দশদিন ধরে)
পেঁয়াজ ৪০ টাকা প্রতি কেজি (দশ দিন ধরে এক দাম)
আদা ১০০-১৫০ টাকা প্রতি কেজি (গুণগত মানের ওপর)
ডিম ১১ টাকা জোড়া আজ, ছিল ১০ টাকা জোড়া
হাতিবাগান বাজার
চিকেন (কাটা) : ২৪০ টাকা/কেজি
চিকেন(গোটা):১৬০টাকা/কেজি
কাতলা (কাটা):৩৫০টাকা/কেজি
পাবদা: ৪০০
পমফ্রেট:৮০০
মটন: ৬৪০
সবজি দামের তালিকা, হাতিবাগান বাজার
জ্যোতি আলু- ২২
নাসিকের পেঁয়াজ ২৫
সুখসাগর পেঁয়াজ ২০
আদা ৮০
এঁচোড় ৬০
রসুন ১০০
পটল ৫০
ভেন্ডি ৪০
বেগুন ৬০
লংকা ১০০
উচ্ছে ৫০
শসা ৫০
টমেটো ৩০
গাজর ৪০
ঝিঙে ৫০
ক্যাপসিকাম ৮০
বিনস ৮০
লাউ ২০
কুমড়ো ৩০
পাতিলেবু ৫ টাকা পিস
বাঁধাকপি ২০
সজনে ডাটা ৮০টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Price Hike