কলকাতা: গাছ বড় হয়েছে, কিন্তু ফলন কম। চাষীদের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি। যার ফলে এই মরসুমে পটল, ঢেঁড়সের মতো সবজির দাম বেশ বেড়েছিল। এখন কিছুটা কম।
মাসখানেক পর পটল বাজারে থাকবে না। যার ফলে ভিন রাজ্য থেকে আসা সবজির উপর নির্ভর করতে হবে আমাদের। সঙ্গে ঢেঁড়সও থাকবে না।যদিও বা পাওয়া যায়, তবে তার দাম হবে অনেকটা বেশি।
আরও পড়ুন- ভয়ে আতঙ্কে গ্রাম ছাড়ছেন মানুষ...! বাড়ি-ঘর-দোকান ছেড়ে পালাচ্ছেন..! হঠাৎ হলটা কি?
এই বিষয়ে টাস্ক ফোর্সের এক কর্তা কমল দে বলছিলেন, এবার বৃষ্টি না হওয়ায় প্রচন্ড গরম। ক্ষতি হচ্ছে চাষীদের। তাঁর কথা অনুযায়ী, আগে চাষিরা বিঘা প্রতি এক ঘণ্টা করে স্যালো মেশিন চালিয়ে গাছে জল দিতেন। কিন্তু এই গরমে সকালবেলা দু'ঘণ্টা এবং বিকেল বেলা আড়াই ঘণ্টা করে চালাতে হয়েছে তাদের।
সেখানে যেরকম মেশিনে জ্বালানি খরচ বেড়েছে, অন্যদিকে যারা এই জল দেওয়ার কাজ করেন তাঁদেরও বেতন বেড়েছে। এটা গেল চাষের খরচ বেড়ে যাওয়ার কথা। অন্যদিকে চাষীদের দাবি, সকাল বিকেল অতিরিক্ত জল এবং সার দেওয়ার ফলে পটল গাছ এবং ঢেঁড়স গাছ লম্বা হয়েছে।
পটল গাছে সাড়ে তিন থেকে চার ইঞ্চি অন্তর পাতা হয়। সেই পাতার গোড়া থেকে ফুল হয় এবং সেই ফুলে পটল হয়। কিন্তু এবার দেখা গেল, পটল গাছ কিংবা ঢেঁড়স গাছের পাতার একটি গাঁট থেকে আরেকটি গাঁটের দূরত্ব ৫ ইঞ্চি থেকে সাড়ে ৫ ইঞ্চি হয়ে গেছে। যার ফলে ফসল কম হয়েছে।
চাষীদের দাবি, ২৫ থেকে ৩০ শতাংশ পটল, ঢেঁড়স কম হয়েছে এবার। অন্যদিকে গাছগুলি এতটা পরিমাণে বড় হয়ে গেছে, যার ফলে তাদের ফসল ফলাবার ক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে।
আরও পড়ুন- গ্রাম দত্তক নিয়েছিলেন, এ বারে পরিদর্শনে সাংসদ সুকান্ত মজুমদার, তারপর যা বললেন...
এই বৃষ্টিতে যদিও চাষীদের কিছুটা উপকার হয়েছে। কিন্তু আবার নতুন ফসল আসতে গেলে যে সময়টা লাগবে, তার মধ্যে বাজারে ঢেঁড়স এবং পটলের অভাব যথেষ্ট অনুভব করবে সাধারণ মানুষ। ঢেঁড়স, পটল যোগান কমার সঙ্গে সঙ্গে এই দুই সবজির দাম হবে আকাশচুম্বি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Price Hike, Vegetables