Home /News /kolkata /
বর্ষার শুরুর দিনেই ডুবে গেল কলকাতা

বর্ষার শুরুর দিনেই ডুবে গেল কলকাতা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

দুপুরেই আঁধার নামল কলকাতায়। শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি। উত্তরবঙ্গ ও সিকিমজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের।

 • Share this:

  #কলকাতা: দুপুরেই আঁধার নামল কলকাতায়। শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি। উত্তরবঙ্গ ও সিকিমজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের।

  আরও পড়ুন: রাজ্য জুড়ে চলবে বৃষ্টি, কলকাতার পর রাজ্যের আরও ১১ জেলায় ঢুকল মৌসুমি বায়ু

  মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত ধাপা-৫০ মিমি, তপসিয়া-৩৪ মিমি, পামারবাজার-৫১ মিমি, ঠনঠনিয়া-১৫ মিমি, কালীঘাটে ৪৭ মিমি বৃষ্টিপাত হয়েছে ৷

  বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। ক্রমশ উত্তর ও পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই ভারী বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

  আরও পড়ুন: সন্ধ্য়ে ৬টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভস আলিপুরের

  দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি ৷ সিকিমজুড়ে সতর্কতা জারি হয়েছে ৷ অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিঙ, কোচবিহার, জলপাইগুড়িতেও ৷ আলিপুরদুয়ারেও অতিভারী বৃষ্টির সতর্কতা ৷ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদহ, দুই দিনাজপুরেও ৷

  আরও পড়ুন: বঙ্গে ঢুকল বর্ষা, রাতভর তিন জেলায় বজ্রবিদ্যুত-সহ প্রবল বৃষ্টি

  বেশ কয়েক জায়গায় গাছ পড়ে বিপত্তি ৷ বৃষ্টির জেরে জল জমে গিয়েছে কলকাতার বিভিন্ন এলাকায় ৷ এর জেরে যানজট সৃষ্টি হয়েছে ৷ পার্ক সার্কাস, ইম বাইপাস জলমগ্ন ৷

  এবার প্রথা ভেঙে উত্তরের আগেই বর্ষা এয়েছে দক্ষিণে ৷ কলকাতায় পৌঁছেছে মৌসুমি বায়ু ৷ আর বর্ষার প্রথম দিনেই ডুবে গেল কলকাতার বিভিন্ন এলাকা ৷

  First published:

  Tags: Monsoon, Rainfall

  পরবর্তী খবর