corona virus btn
corona virus btn
Loading

বৃষ্টিতে রাস্তায় জল জমে যানজট, শহরকে সচল রাখতে তৎপর প্রশাসন

বৃষ্টিতে রাস্তায় জল জমে যানজট, শহরকে সচল রাখতে তৎপর প্রশাসন
নিজস্ব চিত্র

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। ঝড়-বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনই বিপর্যস্ত কলকাতা।

  • Share this:

#কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। ঝড়-বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনই বিপর্যস্ত কলকাতা। বিভিন্ন এলাকায় গাছ ও তোরণ ভেঙে বিপত্তি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যানজটে দুর্ভোগ সাধারণ মানুষের। শহরকে সচল রাখতে তৎপর প্রশাসন।

নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা। অঝোর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় বিপত্তি। বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে সপ্তাহের প্রথম দিনই গতি হারালো শহর।

গোলপার্কে গাছ ভেঙে যানজট তৈরি হয় ৷ গাছ ভেঙে পড়ে বাইপাসের বেলেঘাটা কানেক্টর ও নিক্কোপার্কের সামনে ৷ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতেও গাছ ভেঙে ব্যাহত যানচলাচল ৷ লেকটাউন বি ব্লকে, গাড়ির উপর ভেঙে পড়ে গাছ। অল্পের জন্য রক্ষা পান গাড়ির মধ্যে থাকা যাত্রীরা। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি।

এছাড়াও গাছ ভেঙে সমস্যা তৈরি হয় বাসন্তী হাইওয়েতে শরৎ বোস রোড রাসবিহারী ক্রসিং প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪নং গেট নারকেলডাঙা মেন রোড স্ট্র্যান্ড রোডে

উত্তর থেকে দক্ষিণ, গাছ ভেঙে বিভিন্ন রাস্তা আটকে পড়ায় যানজট তৈরি হয়। অফিস টাইমে বাড়ি থেকে বেরিয়ে চরম হয়রানির শিকার হন সাধারণ মানুষ।

ঝড়বৃষ্টির জেরে নিউটাউন ও চিনারপার্কে ভেঙে পড়ে যুব বিশ্বকাপের তোরণ। চিনারপার্কে জখম হন একজন। দু' জায়গায় তোরণ ভেঙে পড়ায় যানজটের সৃষ্টি হয়।

রবিবার রাত থেকে চলতে থাকা বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জল জমে যানজট তৈরি হয়। প্রায় হাঁটু সমান জল জমে যায়

মহাত্মা গান্ধি রোড সি আর অ্যাভিনিউ মুক্তারামবাবু স্ট্রিট ঠনঠনিয়া। যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন বাসিন্দারা।

এর পাশাপাশি দক্ষিণ কলকাতার বর্ধমান রোডেও জল জমে যাওয়া যাতায়াতে সমস্যা হয়।

বৃষ্টির জল জমে বেহাল হয় পড়ে পাতিপুুকুর আন্ডারপাস। জল জমার জেরে ব্যাপক যানজট হয় যশোর রোডে।

এছাড়াও জলমগ্ন হয় পড়ে

দমদম আন্ডারপাস উল্টোডাঙা আন্ডারপাস কাঁকুরগাছি আন্ডারপাস

জল জমে যায় আমির আলি রোড তারাতলা ক্রসিং ডায়মন্ড হারবার রোড, মোমিনপুর থেকে ময়ূরভঞ্জ রোড ক্রসিং সত্য ডক্টর রোড লাউডন স্ট্রিট পার্ক সার্কাস কানেক্টর পি সি চন্দ্র গার্ডেন সার্ভিস রোড মিলন মেলা সার্ভিস রোড - সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা।

সব মিলিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনে দুর্যোগে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী।

First published: October 9, 2017, 3:18 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर