হোম /খবর /কলকাতা /
বিনয় মিশ্রের পাসপোর্ট তথ্য দিল ভানুয়াতু সরকার, ফের ইন্টারপোলের দ্বারস্থ সিবিআই

Binoy Mishra: বিনয় মিশ্রের পাসপোর্ট তথ্য দিল ভানুয়াতু সরকার, ফের ইন্টারপোলের দ্বারস্থ সিবিআই

বিনয় মিশ্রকে হাতে পেতে মরিয়া সিবিআই৷

বিনয় মিশ্রকে হাতে পেতে মরিয়া সিবিআই৷

সিবিআই মেল করার চব্বিশ ঘণ্টার মধ্যেই বিনয় মিশ্রের পাসপোর্ট সংক্রান্ত তথ্য দিয়ে জবাব দিয়েছে ভানুয়াতু সরকার৷ এত দ্রুত জবাব মিলবে, তা সম্ভবত আশা করেননি সিবিআই কর্তারা৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: গরু এবং কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের নতুন পাসপোর্ট সংক্রান্ত তথ্য চেয়ে ভানুয়াতু প্রশাসনের সাহায্য চেয়েছিল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ই- মেলের জবাব দিল ভানুয়াতু সরকার৷ ভারত থেকে পালিয়ে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রেই গা ঢাকা দিয়েছেন বিনয় মিশ্র৷ সেখানকার নাগরিকত্ব গ্রহণ করে নতুন পাসপোর্ট পেয়েছেন তিনি৷ সেই পাসপোর্টেরই তথ্য চেয়ে সোমবার ভানুয়াতু প্রশাসনকে মেল পাঠিয়েছিল সিবিআই৷

সিবিআই মেল করার চব্বিশ ঘণ্টার মধ্যেই বিনয় মিশ্রের পাসপোর্ট সংক্রান্ত তথ্য দিয়ে জবাব দিয়েছে ভানুয়াতু সরকার৷ এত দ্রুত জবাব মিলবে, তা সম্ভবত আশা করেননি সিবিআই কর্তারা৷ বিনয় মিশ্রের নতুন পাসপোর্টের তথ্য হাতে আসার পরেই তাঁর নামে দ্বিতীয় রেড কর্নার নোটিস জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে সিবিআই৷ কয়েক মাস আগেই বিনয় মিশ্রের বিরুদ্ধে প্রথম রেড কর্নার নোটিস জারি করেছিল সিবিআই৷ কিন্তু তদন্তে জানা যায়, জাল পাসপোর্ট তৈরি করে দেশ ছেড়ে পালিয়েছেন বিনয়৷

২০২০ সালের সেপ্টেম্বর মাসে দেশ ছাড়েন বিনয়৷ ইতিমধ্যেই বিনয় মিশ্রের আবেদন খারিজ করে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য সিবিআই-কে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ইতিমধ্যেই বিনয় মিশ্রের বাবা এবং মাও দেশ ছেড়েছেন বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

Sukanta Mukherjee
Published by:Debamoy Ghosh
First published: