#কলকাতা: জলি মুখোপাধ্যায়কে মনে আছে তো? চাঁদনি ও চাঁদনি গানটি গেয়ে তিনি বলিউডে জনপ্রিয়তা অর্জন করেন৷ এরপরেও গেয়েছেন একাধিক গান৷ তার কেরিয়ারের ৩৩ বছর উদযাপনের জন্য বিশেষ আয়োজন করল লেক ক্লাব৷ ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল হিসেবে সেখানে সন্ধে ৭টা থেকে বসবে আসর৷ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জলি মুখোপাধ্যায়৷
শেষ ৩ দশক ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি৷ কিশোর কুমার, আর ডি বর্মন, মহম্মদ রফি, মুকেশ, সকলের সঙ্গেই কাজের সুযোগ পেয়েছেন তিনি৷ এবং তাদের পাশে নিজের জায়গাও করেছেন সাচ্ছ্বন্দ্যে৷ তাই তো অনুষ্ঠানে গানের মধ্যে এদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরবেন তিনি৷
লেক ক্লাবের অনুষ্ঠানে জলির সঙ্গে মিউজিশিয়ান হিসেবে থাকবেন রাজ সোধা, যিনি আর ডি বর্মনের সঙ্গে নিয়মিত কাজ করতেন৷ এছাড়া থাকছেন কিশোর সোধা (ট্রামপেট) ব্লাস্কো মনসোরেট (ট্রম্ববোন), নীতিন শঙ্কর (ইন্ডিয়ান ও ল্যাটিন পার্কাশন)৷ জলির সঙ্গে ডুয়েটে থাকবেন প্রিয়াঙ্কা মিত্র৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।