#কলকাতা: উত্তমকুমার বললেই দক্ষিণরে কানেকশনের কথাই মনে হয়৷ ভবানীপুর-ময়রা স্ট্রিট এই কথাগুলিই মাথায় আসে ৷ কিন্তু মহানায়কের উত্তরের কানেকশনও অত্যন্ত জোরালো ৷ তাঁর জন্ম হয়েছিল মামার বাড়িতে ৷ আর মহানায়ক উত্তম কুমারের সেই জন্মস্থান বিকে পাল অ্যাভেনিউতে ৷
মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস উপলক্ষ্যে শুক্রবার ২৪শে জুলাই মহানায়কের জন্মস্থান বি কে পাল অ্যাভিনিউ সংলগ্ন উত্তমকুমারের মূর্তিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷
করোনা অতিমারির জেরে সামাজিক দূরত্ব বজায় রেখেই আয়োজন হয়েছিল শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ৷
সেখানে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করা হয়। স্থানীয় ক্লাব আহিরীটোলা সার্বজনীন কালীপুজো কমিটি , আহিরীটোলা যুবকবৃন্দ, আমরা শান্তি চাই ও মেডিকেল ব্যাঙ্কের পক্ষ থেকে এ দিন মহানায়কের মূর্তিতে ও তাঁর জন্মস্থান মামার বাড়ির ফলকে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর পিতা বিজয় উপাধ্যায় , সমাজসেবী ডি আশিস , সঙ্গীতশিল্পী দেবাশিস দত্ত।