হোম /খবর /কলকাতা /
গত ৩০ বছরে কার্বন নিঃসরণের পরিমাণ বেড়েছে ৫০ শতাংশের বেশি কী অপেক্ষা করছে ?

গত ৩০ বছরে কার্বন নিঃসরণের পরিমাণ বেড়েছে ৫০ শতাংশের বেশি, কী অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য !

Representational Image

Representational Image

বিশ্বব্যাপী উষ্ণায়ন আর জলবায়ুর পরিবর্তন সারা বিশ্বের কাছে অত্যন্ত দুশ্চিন্তার কারণ ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিশ্বব্যাপী উষ্ণায়ন আর জলবায়ুর পরিবর্তন সারা বিশ্বের কাছে একটা অত্যন্ত দুশ্চিন্তার কারণ। প্রতিদিন নতুন নতুন প্রাকৃতিক দুর্যোগ সেই দুশ্চিন্তাকে আরও উস্কে দিচ্ছে ৷ কিন্তু এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির রিপোর্ট। শুনতে অবাক লাগলেও গত ৩০ বছরে সারাবিশ্বে কার্বন নিঃসরণের পরিমাণ ৫০ শতাংশের বেশি বেড়েছে।

এক সমীক্ষায় দেখা যাচ্ছে ২০১৯ সালে সারা পৃথিবী জুড়ে কার্বন নিঃসরণের পরিমাণ ৩৩ মিলিয়ন মেট্রিক টন। মোটের ওপর যা ২০১৮-র সমান। যদিও কেউ ভাবতে পারেনি আইইএ-র ডিরেক্টর ফতী বায়রল তাই জানাচ্ছেন," এই রিপোর্ট নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে। তবে কার্বন নিঃসরণের পরিমাণ যেন আগামী বছর গুলিতে রেকর্ড হিসেবে ধরা হয় সেদিকে নজর রাখতে হবে।"

বিশেষজ্ঞরা মনে করছেন যে বিশ্বজুড়ে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণের পরিমাণে রাশ টানতে গেলে আগামী ১০ বছরে প্রত্যেক বছর ৭.৬ শতাংশ হারে নিঃসরণ কমাতে হবে। সম্প্রতি উন্নত দেশগুলি চেষ্টা করছে উৎপাদন ব্যবস্থায় পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহারে বিশেষ জোর দিতে। তাই উন্নয়নশীল দেশগুলিতে কার্বন নিঃসরণের পরিমাণ বেশি হলেও তা অন্যদিকে পুষিয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশেও দেখা যাচ্ছে মোটের ওপর তাপবিদ্যুৎ কেন্দ্রের চাহিদা কমছে। বর্তমান সময়ের ইঞ্জিনিয়াররা বিকল্প শক্তি উৎসের দিকে জোর দিচ্ছেন। আমরা আশা করতেই পারি শীঘ্রই হয়ত জলবায়ুর পরিবর্তনে জানতে পারা যাবে।

Shalini Datta

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Global warming