হোম /খবর /কলকাতা /
ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী কে? দ্বিধায় কংগ্রেস, বামেদের টানাপোড়েন

Bhabanipur By Election: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী কে? দ্বিধায় কংগ্রেস, বামেদের টানাপোড়েন

মমতার বিরুদ্ধে সংযুক্ত মোর্চার প্রার্থী কে?

মমতার বিরুদ্ধে সংযুক্ত মোর্চার প্রার্থী কে?

বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনটি সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেসকেই ছাড়া হয়েছিল৷ তাই উপনির্বাচনেও প্রার্থী দেওয়ার বিষয়ে কংগ্রেসকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে (Bhabanipur By Election)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংযুক্ত মোর্চার প্রার্থী কে? কংগ্রেসের উপরেই তা অনেকটা নির্ভর করছে৷ কংগ্রেস একান্তই প্রার্থী না দিলে প্রার্থী দেওয়া হবে বামফ্রন্টের তরফে৷ যদিও বামেদের মধ্যেও ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন৷ কারণ সিপিএমের পাশাপাশি ফরওয়ার্ড ব্লকও ভবানীপুুর আসনে প্রার্থী দিতে ইচ্ছুক৷

বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনটি সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেসকেই ছাড়া হয়েছিল৷ তাই উপনির্বাচনেও প্রার্থী দেওয়ার বিষয়ে কংগ্রেসকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ বেশ কিছুদিন আগেই ভবানীপুরে প্রার্থী না দেওয়ার বিষয়ে সওয়াল করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ শেষ পর্যন্ত ভবানীপুরে প্রার্থী দেওয়া হবে কি না, তা নিয়ে আজ প্রদেশ কংগ্রেসের বৈঠক রয়েছে৷ সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ শেষ পর্যন্ত কংগ্রেস যদি ভবানীপুরে কংগ্রেস যদি প্রার্থী না দেয়, তবেই প্রার্থী দেবে বামফ্রন্ট৷ কিন্তু বামফ্রন্টের তরফে কোন দল প্রার্থী তা নিয়েই তৈরি হয়েছে টানাপোড়েন৷

কারণ কংগ্রেস ভবানীপুরে প্রার্থী না দিলে প্রার্থী দেওয়ার প্রস্তুতি সেরে রেখেছে সিপিএম৷ কিন্তু বাম শরিক ফরওয়ার্ড ব্লকও এই আসনটি দাবি করছে৷ দুই বাম শরিকের মধ্যে জট কাটাতে আগামিকাল, মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে৷

তবে একটি বিষয় মোটামুটি নিশ্চিত, কংগ্রেস বা বামফ্রন্ট যারাই ভবানীপুরে প্রার্থী দিক না কেন, সংযুক্ত মোর্চার নামেই তিনি লড়াই করবেন৷ কারণ বিধানসভা নির্বাচনে চূড়ান্ত বিপর্যয়ের পরেও এখনও পর্যন্ত সরকারি ভাবে সংযুক্ত মোর্চা ভেঙে কোনও দলই বেরিয়ে যায়নি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Congress, Left Front