CMRI ভাঙচুরের প্রতিবাদে কাল রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের আউটডোর থাকবে বন্ধ

কাল বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দিল ইউনাইটেড ডক্টরস অফ বেঙ্গল ৷

Akash Misra | News18 Bangla
Updated:Aug 25, 2017 07:57 PM IST
CMRI ভাঙচুরের প্রতিবাদে কাল রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের আউটডোর থাকবে বন্ধ
Akash Misra | News18 Bangla
Updated:Aug 25, 2017 07:57 PM IST

#কলকাতা: কাল বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দিল ইউনাইটেড ডক্টরস অফ বেঙ্গল ৷ আউটডোর বন্ধের ডাক নার্সিংহোমগুলিতেও ৷ সিএমআরআই-এর ঘটনার প্রেক্ষিতে এই বনধের ডাক ৷ কাল কোঠারি হাসপাতালে আউটডোর বন্ধ থাকবে ৷ কোঠারি হাসপাতালের চিকিৎসকদের সিদ্ধান্ত

সিএমআরআই-তে কর্মবিরতি অব্যাহত ৷ গতকাল সন্ধে থেকে কর্মবিরতি চিকিৎসকদের ৷ বন্ধ ইমার্জেন্সি ও আউটডোর পরিষেবা ৷ কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের শাস্তির দাবি ৷ রাকেশের বিরুদ্ধে দলবল নিয়ে হুমকির অভিযোগ বহুদিন ধরেই রাকেশের বিরুদ্ধে নানা অভিযোগ ৷ আশপাশের হাসপাতালেও অভিযোগ রাকেশের বিরুদ্ধে ৷ চিকিৎসক-পুলিশ বৈঠকেও সমস্যা মেটেনি ৷ তারপরই কর্মবিরতি চিকিৎসকদের ৷ চিকিৎসাধীনদের সমস্যা হচ্ছে না, দাবি ডাক্তারদের ৷

First published: 07:44:48 PM Aug 25, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर