CMRI ভাঙচুরের প্রতিবাদে কাল রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের আউটডোর থাকবে বন্ধ

CMRI ভাঙচুরের প্রতিবাদে কাল রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের আউটডোর থাকবে বন্ধ

কাল বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দিল ইউনাইটেড ডক্টরস অফ বেঙ্গল ৷

  • Share this:

#কলকাতা: কাল বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দিল ইউনাইটেড ডক্টরস অফ বেঙ্গল ৷ আউটডোর বন্ধের ডাক নার্সিংহোমগুলিতেও ৷ সিএমআরআই-এর ঘটনার প্রেক্ষিতে এই বনধের ডাক ৷ কাল কোঠারি হাসপাতালে আউটডোর বন্ধ থাকবে ৷ কোঠারি হাসপাতালের চিকিৎসকদের সিদ্ধান্ত

সিএমআরআই-তে কর্মবিরতি অব্যাহত ৷ গতকাল সন্ধে থেকে কর্মবিরতি চিকিৎসকদের ৷ বন্ধ ইমার্জেন্সি ও আউটডোর পরিষেবা ৷ কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের শাস্তির দাবি ৷ রাকেশের বিরুদ্ধে দলবল নিয়ে হুমকির অভিযোগ বহুদিন ধরেই রাকেশের বিরুদ্ধে নানা অভিযোগ ৷ আশপাশের হাসপাতালেও অভিযোগ রাকেশের বিরুদ্ধে ৷ চিকিৎসক-পুলিশ বৈঠকেও সমস্যা মেটেনি ৷ তারপরই কর্মবিরতি চিকিৎসকদের ৷ চিকিৎসাধীনদের সমস্যা হচ্ছে না, দাবি ডাক্তারদের ৷

First published: 07:44:48 PM Aug 25, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर